• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৯ | জুলাই ২০২৫ | বিবিধ
    Share
  • জীবন সর্দার আছেন : রাহুল মজুমদার

    স্মরণে: 'জীবন সর্দার' (১৯৩৩/৩৫-২০২৫)

    খবরটা পেয়েই ছুটে গিয়েছিলাম। আমি তো সবচেয়ে কাছে থাকি। সকালেই ভাবছিলাম, একবার ঘুরে আসি। এখন নাকি নিজের থেকে উঠে বসতেও পারছেন না। কতদিনের পরিচয়; বয়সের অনেক তফাত থাকলেও মিশতেন সমবয়সীদের মতোই। যদিও যখন আমি সন্দেশী হলাম, তখন আমি প্রকৃতি পড়ুয়ার আসরে ঢোকার বয়স পার করে দিয়েছি। তাই সে আসরে প্রত্যক্ষভাবে যোগ দেওয়া হয়নি, বাইরে বসেই শুনতাম কেমন আড্ডা মারার ভঙ্গিতে, গল্প করতে করতে জীবন সর্দার (তখনও সুনীল বন্দ্যোপাধ্যায় নামটার সঙ্গে পরিচিত হইনি) প্রকৃতি পড়ুয়াদের প্রকৃতির বন্ধুত্ব করিয়ে দিচ্ছেন।

    জীবন আর প্রকৃতি পরিবেশ অঙ্গাঙ্গীভাবে জড়িত। প্রত্যক্ষ পরোক্ষ দু ভাবেই জীবনে প্রকৃতির, পরিবেশের প্রভাব অমোঘ। জীবন সর্দারের সঙ্গে সন্দেশ-এর সম্পর্ক প্রায় গোড়া থেকেই এই সূত্রেই। উনি বলতেন, বড় হয়ে আমরা অনেকেই এই ব্যাপারটা উপলব্ধি করি; ছোটবেলা থেকেই এই সত্যিটা যদি মনে বুনে দেওয়া যায়, ছোটদের বুকে যদি প্রকৃতির জন্য ভালোবাসা জাগিয়ে তোলা যায়, তাহলে পৃথিবী অনেক বেশি সুন্দর, নির্মল, বাসযোগ্য হয়ে উঠতে পারে। এই উদ্দেশ্য নিয়েই সন্দেশ পত্রিকার তৃতীয় পর্যায়ের শুরুতেই (১৯৬১) ছোটদের প্রকৃতির সঙ্গে পরিচিত করার কথা ভাবেন দুই সম্পাদক সত্যজিৎ রায় আর সুভাষ মুখোপাধ্যায়। যেমন ভাবনা, তেমনই তার জন্য উদ্যোগ। প্রকৃতি সম্পর্কিত বিভাগের পরিকল্পনা করলেন। বিভাগের রূপরেখার খসড়া তৈরিতে বেশ কিছুদিন গেল। ওঁরা প্রকৃতি সম্পর্কিত লেখা আহ্বান করলেন। ১৯৬২-তে, পত্রিকার ২য় বর্ষেই এক তরুণের জমা দেওয়া প্রজাপতি নিয়ে সহজ ভাষায় দারুণ সাহিত্যগুণসম্পন্ন লেখাটি পড়ে মুগ্ধ হলেন সম্পাদকদ্বয়। ডেকে পাঠান সেই তরুণ সুনীল বন্দ্যোপাধ্যায়কে। তার প্রকৃতির প্রতিটি দিককে সহজভাবে বিশ্লেষণ করার ক্ষমতা দেখে সিদ্ধান্ত নেন, প্রকৃতি সম্পর্কিত বিভাগের দায়িত্ব সুনীলের হাতে দেওয়ার। আরম্ভ হয় 'প্রকৃতি পড়ুয়ার দপ্তর'। বিভাগের লোগো এঁকে দেন অমল (চক্রবর্তী)। সুনীলের বন্ধু কবি অলোকরঞ্জন দাশগুপ্ত রবীন্দ্রনাথের রচনা থেকে সুনীলের জন্য নাম চয়ন করেন — 'জীবন সর্দার'।


    সন্দেশ পত্রিকার মিটিংয়ে নলিনী দাশ, সন্দীপ রায়, জীবন সর্দার, শিশির মজুমদার-সহ আরও অনেকে

    সেই শুরু — প্রথমে প্রকৃতি বিষয়ক লেখা ছাপা হতো। জীবন সর্দার মনে করতেন, প্রকৃতিপাঠের জন্য শুধু পড়া নয়, ছোটদের প্রকৃতির সঙ্গে পরিচিত করানোর জন্য তাদের সাথে মুখোমুখি বসে আলোচনার মাধ্যমে তাদের আরও প্রকৃতির প্রতি উৎসাহিত করে তোলা সম্ভব। প্রতি মাসের প্রথম রবিবার সন্দেশ-এর দপ্তরে বসতে আরম্ভ করল। ১৭ বছর বয়স অবধি সন্দেশ-এর গ্রাহকেরাই এতে অংশগ্রহণ করতে পারত। সম্পাদকদের আনন্দিত করে জীবন সর্দারের এই 'ক্লাসে' উৎসাহীর সংখ্যা বৃদ্ধি পেতে লাগল। ছোটদের মতো আমরাও উপলব্ধি করলাম, আমাদের চারপাশেই কত আশ্চর্য প্রাণ ছড়িয়ে রয়েছে, যাদের বাদ দিয়ে জীবনটাই অপূর্ণ। এই ক্লাস নিতে নিতেই জীবন সর্দার উপলব্ধি করলেন, প্রকৃতি পড়ুয়াদের প্রকৃতির মাঝে নিয়ে প্রকৃতির সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দিলে তাদের জানাটা অনেক সহজ, অনেক দৃঢ় হবে। এবং তার আশ্চর্য সাফল্য প্রকৃতি পড়ুয়াদের অভিভাবকদেরও উৎসাহিত করে প্রকৃতি পরিবেশ সম্পর্কে অনুসন্ধিৎসু করে তুলল। তাঁরাও প্রকৃতি পড়ুয়াদের আউটডোর অভিযানে অংশগ্রহণ করতে লাগলেন। প্রকৃতির জীববৈচিত্রের আশ্চর্য জগতের দরজা ছোটদের সামনে খুলে দেওয়ার কাজটা অনায়াসেই করতে পারতেন জীবন সর্দার। প্রকৃতির প্রতিটি প্রাণই সমান গুরুত্বপূর্ণ, এদের কোনোটাকেই বাদ দিলে পৃথিবীর সামঞ্জস্য বিঘ্নিত হবে। উদ্ভিদ, কীটপতঙ্গ, প্রাণীদের বৈচিত্র্যের বিশাল ব্যাপ্তিকে সংরক্ষণ করতে পারলেই যে পরিবেশকে নির্মল রাখা যাবে, আর তাতেই সম্পূর্ণ জীবজগত নিরাপদে সুস্থ থাকবে, এই মূল সুরের বীজ ছোটদের মনে অনায়াসেই বুনে দিয়ে গিয়েছেন। কীভাবে ঘাস, উদ্ভিদ, কীটপতঙ্গ, প্রাণীদের কোন কোন লক্ষণ দেখে আলাদা করে চিনে নিতে হবে, সেটা প্রকৃতির মাঝে নিয়ে গিয়ে সেই পাঠ হাতেকলমে শিখিয়েছেন, প্রকৃতিকে ভালোবাসতে শিখিয়েছেন। প্রকৃতি পড়ুয়াদের জীবন সর্দার লিখে জানাতে বলতেন তাদের প্রকৃতিপাঠের উপলব্ধি। এভাবেই নিজেদের অজান্তেই তারা এক একজন ভবিষ্যতের প্রকৃতিপ্রেমী, প্রকৃতিবিদ হয়ে উঠছিল। প্রকৃতি পড়ুয়ার দপ্তরের পাতায় প্রকৃতি পড়ুয়াদের বাছাই লেখাও প্রকাশিত হতে লাগল। জীবন সর্দার শুধু প্রকৃতিনিবেদিতপ্রাণ মানুষই ছিলেন না। ছিলেন অসম্ভব ভালো শিক্ষকও। আজন্ম এই দায়িত্ব অনলসভাবে এবং অনায়াসে অত্যন্ত সফলভাবে পালন করে গিয়েছেন তিনি। আগেই উল্লেখ করেছি,শুধু প্রকৃতি পাঠ সম্পর্কিত লেখা নয়, ছোটদের নিয়ে রীতিমতো ক্লাস নিতেন সন্দেশ-এর দপ্তরে। এ ছাড়াও সরাসরি প্রত্যক্ষভাবে জানার জন্য প্রকৃতি পড়ুয়াদের প্রকৃতির মাঝে নিয়ে যেতেন যতদিন শরীর সুযোগ দিয়েছে। এভাবেই তাঁর হাতে বহু প্রকৃতিপ্রেমী পরিবেশবিদ তৈরি হয়েছে। আমরা বড়রাও প্রকৃতিকে আরও ভালোবাসতে শিখেছি।

    এই প্রকৃতিনিবেদিতপ্রাণ মানুষটার জন্ম ঢাকা বিক্রমপুরে ১৯৩৫ (মতান্তরে ১৯৩৩) সালে। প্রাথমিক শিক্ষা সেখানে হলেও পরবর্তীতে শিক্ষাজীবন কলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, যার গোড়াপত্তন শিয়ালদহের মিত্র ইন্সটিটিউটে। প্রথম থেকেই পোকামাকড়, ফুলপাতা, প্রজাপতি পাখি, গাছপালার বৈচিত্র্যময় জগতের প্রতি আকর্ষণ ছিল তাঁর।

    ১৯৪৮-এ বসু বিজ্ঞান মন্দিরে কিংবদন্তী প্রকৃতিবিদ গোপালচন্দ্র ভট্টাচার্যের সান্নিধ্যে এসে প্রকৃতি ওঁর ধ্যানজ্ঞান হয়ে উঠল। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হবার পর পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষায় নিজের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করেছেন।

    সন্দেশ ছাড়াও জ্ঞান বিজ্ঞান, কিশোর বিজ্ঞানী পত্রিকার সঙ্গেও আজীবন জড়িত ছিলেন। জ্ঞান বিজ্ঞান পত্রিকার সম্পাদকমণ্ডলীর অন্যতম ছিলেন; কিশোর বিজ্ঞানী পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন শেষদিন পর্যন্ত। বঙ্গীয় বিজ্ঞান পরিষদের আজীবন সদস্য ছিলেন। বঙ্গীয় বিজ্ঞান মঞ্চও ওঁর সক্রিয় উপস্থিতির সৌভাগ্য অর্জন করেছে।

    কিশোর বয়সে খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত 'কিশোর' পত্রিকায় ওঁর লেখালিখি শুরু। উনি এবং অন্যান্য বিজ্ঞানবেত্তারা অনুভব করছিলেন মাতৃভাষায় বিজ্ঞানের বই না থাকায় বাঙালিদের মধ্যে বিজ্ঞানের প্রসার ব্যাহত হচ্ছে। বিজ্ঞানের, বিশেষত পরিবেশ বিজ্ঞানের সঙ্গে সাধারণ বাঙালিকে যুক্ত করতে গেলে বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক লেখালিখি প্রয়োজন। সেই অভাব পুরণ করতেই ১৯৯১ সালে বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসুর পরামর্শে বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার প্রসারে ব্রতী হন উনি। তাঁর এই নিরলস প্রয়াসের জন্য জীবন সর্দার (সুনীল বন্দ্যোপাধ্যায়) পশ্চিমবঙ্গ সরকারের তরফে 'গোপালচন্দ্র ভট্টাচার্য স্মৃতি পুরস্কার' ও বঙ্গীয় বিজ্ঞানপরিষদের তরফে 'রামেন্দ্রসুন্দর স্মৃতি পুরস্কার'-এ ভূষিত হয়েছেন। আজীবন বিজ্ঞান বিজ্ঞানের সেবা করার জন্য সরকার তাঁকে দিয়েছেন মানপত্র। এসব কথা সুনীলদা কখনোই বলতেন না; অন্যদের মুখ থেকেই জেনেছি আমরা; আর খানিকটা বৌদির মুখ থেকে।

    সন্দেশের শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে 'সন্দেশ ১০০' তথ্যচিত্র তৈরি করেছিল কয়েকজন সন্দেশী তরুণ। সেই উপলক্ষ্যে নেওয়া সাক্ষাৎকারে সন্দেশে আসার আর তার পরে প্রকৃতি পড়ুয়ার দপ্তর পরিচালনার কিছু কথা বলেছিলেন। তার অধিকাংশটা জুড়েই ছিল প্রকৃতি আর তার গুরুত্বের কথা, তাকে রক্ষা করায় আমাদের ভূমিকার কথা।


    বইমেলায় শিবশঙ্কর ভট্টাচার্যর সঙ্গে জীবন সর্দার

    আমার বা আমাদের মধ্যে যখনই কথা হয়েছে, সন্দেশ কার্যালয়ে, সম্পাদকের বাড়িতে, বইমেলায়, অন্য কোনও অনুষ্ঠানে বা সুনীলদার বাড়িতে, গল্পগাছার মাঝে নিঃশব্দে অনায়াসে ঢুকে পড়ত প্রকৃতি। সুনীলদা ছিলেন একান্তই প্রকৃতি অন্তপ্রাণ মানুষ। প্রকৃতি ছাড়া অন্যকিছু ভাবতেই হয়তো পারতেন না উনি। বাড়িতে সন্দেশীরা এলে কী যে খুশি হতেন! ওঁর যে একাধিক প্রকৃতি সম্পর্কিত বই আছে, সে কথা জানতে পারতাম বইমেলায় সন্দেশ-এর স্টলে বিক্রির জন্য সে বইগুলো এলে।

    কখনও অন্য সন্দেশীদের সঙ্গে, কখনও একা ওঁর বাড়ি গিয়েছি, কখনও বসার ঘরে, কখনও শোবার ঘরে, আবার কখনও ব্যালকনিতে বসত আমাদের আড্ডা, যার মূল বিষয় হতো সন্দেশ আর প্রকৃতি। আমাদের হাজারো প্রশ্নের ব্যাখ্যা দিতেন গল্প করে, উদাহরণ দিয়ে। বার কয়েক হাসপাতাল, নার্সিংহোম ঘুরে আসার পর ব্যালকনিটাই ছিল ওঁর প্রকৃতিকে প্রত্যক্ষ করার জায়গা।

    শেষদিকে ৯০ বছর বয়সে একসময় যখন বিছানা ছেড়ে উঠতে অন্যের সাহায্য লাগত, তখনও সুযোগ পেলেই এসে বসতেন ব্যালকনির আরামকেদারায়। মাসখানেক আগেই যখন গিয়েছিলাম, আরামকেদারায় বসে বললেন, 'দেখ, নিজে নিজেই হেঁটে এসেছি।' চাইছিলেন আবার প্রকৃতি পর্যবেক্ষণে প্রত্যক্ষভাবে যুক্ত হতে। কিন্তু সেটা আর সম্ভব হলো না। আবার পড়ে গেলেন, চোট লাগল মাথায়, পাঁজরায়, আবার যেতে হলো হাসপাতালে। বাড়ি ফিরে পত্রপত্রিকা, বিশেষ করে সন্দেশ আর বইগুলোকেই সঙ্গী করে নিলেন। কিছুদিন পর ওঁর মতো সজীব মানুষকে এমন নির্জীব হয়ে পড়ে থাকতে দেখে খুব কষ্ট হলো। বৌদি জানালেন — আগের থেকে একটু ভালো বোধ করছেন সুনীলদা। এরপর আর যাওয়া হলো না ওঁর সঙ্গে গল্প করতে। ওঁর স্মৃতি আর ওঁর বইগুলোর মধ্যেই এখন ওঁকে খুঁজে নিতে হবে আমার দ্রোণাচার্য জীবন সর্দারকে।


    জীবন সর্দার-এর সঙ্গে রাহুল মজুমদার

    জীবজগতের রূপ গুণ আচার আচরণ সম্পর্কিত দু খণ্ডে 'প্রকৃতি পড়ুয়ার দপ্তর' ছাড়াও 'আমাদের ছোট পাখি', 'প্রজাপতি পরিচিতি', 'পাখিওয়ালা সেলিম আলি', 'অণ্বেষণ' প্রভৃতি দশটি বই দিয়ে বাঙালির কাছে বিজ্ঞান, বিশেষ করে পরিবেশ বিজ্ঞানকে পৌঁছে দিয়েছেন উনি। এই বইগুলি ওঁর লিখন-প্রতিভা-র স্বাক্ষর বহন করে। এ ছাড়াও নানান পত্রপত্রিকায় ওঁর নিরলস পরিবেশ বিজ্ঞান নিয়ে অনেক লেখা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

    সংসার সম্পর্কিত বিষয় পুরোটাই ছিল বৌদির জিম্মায়। নিঃসন্তান দাদার সংসারে বাড়ির বাইরের কাজে বৌদির সহায় ছিলেন ওঁর অবিবাহিত ছোট দেওর। ওঁদের ভরসাতেই সুনীলদা মনপ্রাণ সঁপে দিতে পেরেছিলেন প্রকৃতিচর্চায়।

    শারীরিক কারণে যখন প্রত্যক্ষভাবে ওঁর অগণিত গুণমুগ্ধ শিষ্যশিষ্যার কাছে পৌঁছনো আর সম্ভব হচ্ছিল না, ফোন ইত্যাদির মাধ্যমে তাঁর শিক্ষা বিতরণ চালিয়ে গিয়েছেন, বিভিন্ন বিজ্ঞানমঞ্চের, বিজ্ঞানপত্রিকাকে সমৃদ্ধ করেছেন ওঁর সুচিন্তিত লেখা দিয়ে। শারীরিক কষ্টও লেখালিখির থেকে সরিয়ে রাখতে পারেনি তাঁকে। আমৃত্যু তিনি প্রকৃতি বিজ্ঞান চর্চার প্রসারে ব্রতী ছিলেন। মৃত্যুর দু দিন আগে ওঁর হাতে পৌঁছেছিল সন্দেশ-এর মে ২০২৫ সংখ্যাটি, যাতে ছাপা হয়েছিল ওঁর শেষ রচনা 'ঘাসের পিঠে হাত বুলিয়ে'। ওঁর এই নিরলস বিজ্ঞানসেবার পিছনে ওঁর স্ত্রীর নীরব সমর্থনের বিশাল অবদান রয়েছে, এটা তো সবাই জানে।

    এমন এক প্রকৃতিগতপ্রাণ মানুষের প্রয়াণে প্রকৃতিপ্রেমী জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। তবে, আশার কথা, ওঁর শিষ্যরা ওঁর বিজ্ঞান, বিশেষত পরিবেশ বিজ্ঞানের প্রসারের ধ্বজা বয়ে নিয়ে যেতে স্বতঃস্ফূর্তভাবে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা এইটুকু আশা করতেই পারি, ওঁর অবর্তমানে প্রকৃতি পরিবেশ নিয়ে নীরব আন্দোলন ভবিষ্যতেও জারি থাকবে। চলে গিয়েও আছেন জীবন সর্দার।



    অলংকরণ (Artwork) : ছবিঃ লেখক
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments