• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৬ | অক্টোবর ২০২৪ | ছোটদের পরবাস | প্রবন্ধ
    Share
  • অন্য প্যারিস অলিম্পিকের গল্প : পরমার্থ বন্দ্যোপাধ্যায়

    প্যারিস অলিম্পিকের জমজমাট আসর শেষ হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দারুণ উপভোগ করেছ, ভারত পদক জিতলে তো আনন্দের সীমা থাকছিল না। জানো তো প্যারিসে এটা তৃতীয় অলিম্পিকের আসর, একমাত্র লন্ডন শহরের তিনটি অলিম্পিক আয়োজনের কৃতিত্ব আছে। অবশ্য লস এঞ্জেলস শহর ২০২৮ সালের অলিম্পিক আয়োজন করে লন্ডন, প্যারিসের সঙ্গে একাসনে বসে পড়বে। প্যারিসে এর আগে অলিম্পিকের আসর বসেছিল ১৯০০ এবং ১৯২৪ সালে। আজ তোমাদের ১৯২৪ সালের প্যারিস অলিম্পিকের গল্প শোনাব।

    ১৯২৪ সালে প্যারিস অলিম্পিকের উদ্বোধন হয়েছিল ৫ই জুলাই, কিন্তু অলিম্পিকের কিছু ইভেন্ট শুরু হয়ে গিয়েছিল মে মাসের ৪ তারিখে। পৃথিবীর প্রথম শহর হিসেবে, সেবার প্যারিস দ্বিতীয়বার অলিম্পিক যজ্ঞ সম্পন্ন করেছিল।

    ১৯২৪ সালের প্যারিস অলিম্পিক আয়োজন করতে খরচ হয়েছিল, সেই সময়ের ফরাসি মুদ্রায় ১০,০০০,০০০ ফ্রঁ। প্রত্যেকদিন গড়ে ৬০,০০০ দর্শক অলিম্পিক দেখলেও মাত্র ৫,৪৯৬,৬১০ ফ্রঁ আয় করে অলিম্পিক উদ্যোক্তারা বিরাট ক্ষতির মুখে পড়েছিলেন। সবথেকে বেশি পদক জিতেছিল ২২৯ সদস্যের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারা ৪৫টি সোনা সহ, মোট ৯৯টি পদক জেতে। ১৪টি সোনা সহ মোট ৩৭টি পদক নিয়ে ফিনল্যান্ড পায় দ্বিতীয় স্থান। ৪০১ সদস্যের আয়োজক দেশ ফ্রান্স, ১৩টি সোনা সহ মোট ৩৮ পদক পেয়ে তৃতীয় স্থানে থেকে অলিম্পিক শেষ করে। ফিনল্যান্ডের কিংবদন্তি মাঝারি এবং দূর পাল্লার দৌড়বীর পাভো নুর্মি এই গেমসে ৫টি সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেন, একটি অলিম্পিক গেমসের ট্র্যাক & ফিল্ড বিভাগে আর কোনও অ্যাথলিট ৫টি সোনা জিততে পারেননি।

    ভারত এই অলিম্পিকে অ্যাথলিট এবং টেনিসে মোট ১৩জন প্রতিযোগীকে পাঠিয়েছিল এবং টেনিস দলের, ‘নোরা মার্গারেট পলি’ ছিলেন প্রথম ভারতীয় মহিলা অলিম্পিয়ান; যদিও ভারত এই অলিম্পিকে কোনও পদক পায়নি।

    ভারতীয় হকির জয়যাত্রা শুরু হয়েছিল ১৯২৮ সালের আমস্টারডাম অলিম্পিক থেকে। আয়োজক দেশ নেদারল্যান্ডসকে হারিয়ে ভারতীয় হকি দল সেবার প্রথম সোনা জিতেছিল। সেই গল্প আবার অন্য কোনওদিন।

    তোমাদের জন্য থাকল, ১৯২৪ সালের প্যারিস অলিম্পিকের একটি দুষ্পাপ্র্য পোস্টার।

  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments