• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৬ | অক্টোবর ২০২৪ | রম্যরচনা
    Share
  • মধুপুরের পাঁচালিঃ গোসাপ : সমরেন্দ্র নারায়ণ রায়

    বুড়ো বটগাছ খুবই সে বুড়ো

    ওই ওদিকটায় ছিলো
    তার এক বাড়ন্ত নবীন সঙ্গী
    যে বাজ পড়ে শেষ হয়ে যায়

    তখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট
    মানে এই প্রেসিডেন্টের কর্তামশায়
    এই গাছটার গোড়ায়
    এই গোল বেদীটা করিয়ে দেন
    লোকের কথায়

    প্রাতঃস্মরণীয়া মহারাণীর
    মহামান্য সরকার বাহাদুরের
    বাড়তি বরাদ্দয়
    গাছটা ভালো টিঁকবে বলে

    ওই ওপাশের ফাটলটা থেকে
    মাঝে মাঝে জিভ বার করে হাওয়া চাখছে
    ওটা সাপ নয়

    ওটা একটা গোসাপ
    হ্যাট বললেই লুকিয়ে পড়ে

    দক্ষিণে এপাশে বসে একদম চুপ
    মুখে একটি কথা নেই

    গল্প করছেন দুই বৃদ্ধ না কথা‌ নেই

    সৈয়দ ওবায়েদুল্লা
    রেল মসজিদের মৌলবী
    পরিবার নেই এক ছেলে দিল্লীতে

    কালীকৃষ্ণ তর্কতীর্থ
    রেল কালীবাড়ির পূজারী
    পরিবার নেই

    বিকেলের দিকে
    দক্ষিণ চাপা পড়ন্ত রোদটা
    মৌলবী সাহেবকে ছুঁতেই
    তিনি একটু সরে বসলেন
    পাছে তাঁর ছায়াটা
    ব্রাহ্মণ বন্ধুকে স্পর্শ করে ফেলে

    তর্কতীর্থ হেসে ফেললেন
    তবু কথা নেই

    গোসাপটা কি নামে সাড়া দিতো
    কে জানে


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • প্রতাপ পোড়েল | গোসাপ | স্মরণীয়া
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments