• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৪ | এপ্রিল ২০২৪ | কবিতা
    Share
  • হে অরণ্য, একাকিত্বে : অনুষ্টুপ শেঠ



    || ১ ||

    যে ছায়াটি অতীত অঞ্চলের, যে ছায়াটি বিষণ্ণ বাদলমেঘের,
    যে ছায়াটি চিরসঙ্গী;
    তাদের সরিয়ে দাও, যদি চাও।
    কিছু বলব না।
    যদি বলো
    একমাত্র অন্ধকারই তোমার সঞ্চয়, বৃক্ষরাজি
    নির্মম ও প্রতিহিংসাপূর্ণ,
    যদি বলো লতাগুল্ম জেনে গেছে গোপন দুর্বলতা;
    কিছু বলব না।
    নির্বাক হেঁটে যাব, শাণিত কুঠার।

    || ২ ||

    অরণ্য নিঝুম হলে, তার ঝর্ণাটিও শীতঘুমে যায়।
    এক পক্ষ ঝরাপাতার, এক পক্ষ ভ্রান্ত নুড়িপথ।
    কে বইবে দীর্ঘ দিন,
    কে বইবে স্তব্ধতার লিপি,
    পাখির ডাকের মধ্যে কী অসহ জলকষ্ট বেজে ওঠে!

    || ৩ ||

    হে অরণ্য, একাকিত্বে
    লুকায়ে রেখেছ কোন লোলজিহ্ব ঈর্ষারাক্ষসীরে?
    পাতায় পাতায় তার নিঃশ্বাসের পোড়া দাগ,
    আর সুপক্ক ডালিমের ত্বকে
    নিষিদ্ধ ধাতব স্বাদ।

    || ৪ ||

    তোমার আশ্রয়ে আসি, তোমার চিরন্তন কণ্টকাকীর্ণ পথে
    যেখানে আকাশ থেকে ঝরে পড়ে নিত্যসুধা, স্নেহবিষ
    এ এক বিদীর্ণ বিস্ময়, এ এক অসত্য নির্বাসন
    বেঁচে থাকার পরপ্রান্তে, হে অরণ্য,
    ধাত্রীরূপে সংহার করো, মাতৃরূপে চির অবহেলা
    প্রতিদিন মৃত্যু জানি, প্রতিদিন
    অরণ্যজীর্ণতা।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments