বিমান ঘোষ
ghoshbim@egr.msu.edu
নৌশাদ আহমেদ
naushad@imworks.com
Paul Kelemen
Grendal@mci2000.com
It’s a wonderful experience to have a Bengali newspaper on the internet. Please keep up with the following issues- so that we can have the privilege of going through some Bengali text regularly.
গৌরীশ ঘোষ
সিঙ্গাপুর
সুপর্ণা চক্রবর্তী
Suparna@euler.mcs.utulsa.edu
দেব পুরকায়স্থ
সম্পাদকের বক্তব্য: অনেকেই জানতে চেয়েছেন পরবাসের কোনো মুদ্রিত সংস্করণ পাওয়া যায় কি না। পরবাসের কোন মুদ্রিত সংস্করণ নেই এবং আমাদের পক্ষে printout নিয়ে পাঠানো সম্ভব নয়।
দেববাবুর মত আরো দু-একজন অভিযোগ জানিয়েছেন যে প্রথম পাতার পর তাঁরা আর এগোতে পারছেন না। এই অসুবিধার জন্য তাঁরা যে browserটি ব্যবহার করছেন সেটি দায়ী। খুবই পুরোনো browser-এ imagemap পদ্ধতি কাজ করে না, এবং আমাদের প্রথম ও অন্যান্য পাতায় এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। সমাধান হলো, browser-এর আধুনিকতম সংস্করণ ব্যবহার করতে শুরু করা।
অনিন্দ্য সান্যাল<
দক্ষিণ আফ্রিকা
অংশুমান গুহ
aguha@microsoft.com
সোডা জল জানিয়েছেন: অংশুমানবাবুর হিসেব ঠিক। এধরনের ইচ্ছা ও অনিচ্ছাকৃত ভুল আছে বা থাকতে পারে বলে স্বীকার করছি। সেই সঙ্গে এই ভুল শিকার করার জন্য অংশুমানবাবুকে জানাচ্ছি স্যালুট ও অভিনন্দন।
ভাস্কর ভট্টাচার্য্য
bbhattac@hotmail.com
Sujit K Dutt
sujit@micb.mic.ki.se
Stockholm,
Sweden