• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪ | ফেব্রুয়ারি ১৯৯৮ | চিঠি
    Share
  • চিঠিপত্র :

    আপনাদের এই অসাধারণ উদ্যোগকে অজস্র ধন্যবাদ আর এইরকম একটা teamwork-কে জানাই হার্দিক অভিনন্দন। আশা করি পরবাস তার নিয়মিতি বজায় রেখে উপযুক্ত মান নিয়ে চলতে পারবে এবং সবার সম্মিলিত প্রয়াসে আরো সমৃদ্ধ হবে। অনুরোধ: ফন্টটা একটু বড়ো করলে ভালো হয়, বিশেষত যারা বাংলা অক্ষরের সাথে এই ওয়েবজিনের মাধ্যমে সড়গড় হচ্ছে তাদের পক্ষে। এই বিষয়ে দৃষ্টান্ত হিসেবে বলতে পারি সুপ্রভাতের ফন্ট সাইজটা পড়ার পক্ষে খুবই সাবলীল।

    বিমান ঘোষ
    ghoshbim@egr.msu.edu



    I have just finished reading the third issue of Parabaas. It just keeps getting better. Most impressive was the art design by Bhaskar Sarkar. I frequently read other Bengali publications from US. But Parabaas is truly unique in style and quality. My heartfelt appreciation to Parabaas.

    নৌশাদ আহমেদ
    naushad@imworks.com



    I don’t read Bengali, but with the limited knowledge I have of the language and culture I enjoyed the few pictures. I suggest an English version. There is no culture that can be preserved soley within its own people. Preservation must be logged and witnessed and understood by other cultures.

    Paul Kelemen
    Grendal@mci2000.com



    I have come to your website through Mahesh.com, otherwise I was satisfied only with the Times of India (internet edition) after I have come out of the country. While in India I actually did not feel the necessity of delving into the internet for a newspaper/ magazine, for these issues are taken for granted within the country.

    It’s a wonderful experience to have a Bengali newspaper on the internet. Please keep up with the following issues- so that we can have the privilege of going through some Bengali text regularly.

    গৌরীশ ঘোষ
    সিঙ্গাপুর



    আজ অনেকদিন পর হাতে পরবাস পেয়ে কেন জানি না মনে হল “গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে!”

    সুপর্ণা চক্রবর্তী
    Suparna@euler.mcs.utulsa.edu



    Is your paper only available on the net’? I could not get past the opening page on the net. There was no subscription instruction for print or on-line copy. Please instruct how I can read your paper. Congratulations on taking the time to create a voice for Bengalis on the net.

    দেব পুরকায়স্থ

    সম্পাদকের বক্তব্য: অনেকেই জানতে চেয়েছেন পরবাসের কোনো মুদ্রিত সংস্করণ পাওয়া যায় কি না। পরবাসের কোন মুদ্রিত সংস্করণ নেই এবং আমাদের পক্ষে printout নিয়ে পাঠানো সম্ভব নয়।

    দেববাবুর মত আরো দু-একজন অভিযোগ জানিয়েছেন যে প্রথম পাতার পর তাঁরা আর এগোতে পারছেন না। এই অসুবিধার জন্য তাঁরা যে browserটি ব্যবহার করছেন সেটি দায়ী। খুবই পুরোনো browser-এ imagemap পদ্ধতি কাজ করে না, এবং আমাদের প্রথম ও অন্যান্য পাতায় এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। সমাধান হলো, browser-এর আধুনিকতম সংস্করণ ব্যবহার করতে শুরু করা।



    I have been following your magazine from November last year, and I must say that after I have read all of it, all I can think of is when are you going to put up the next edition. My family and I have recently moved into Johannesburg, South Africa and I do feel the necessity of keeping in touch with our mother language. All I can say is that-- excellent material-- just keep up the good work that you have done so far.

    অনিন্দ্য সান্যাল<
    দক্ষিণ আফ্রিকা



    “কথার কথা” Crossword-টা খুব ভালো লাগলো। তার সাথে লেখাটার মধ্যে কয়েকটা ভুল ছিলো। প্রথম Crossword-এ সাংকেতিক সূত্র ২৮-টা (২৬-টা নয়) আর জ্যামিতিক সূত্র ৩৪-টা (৩৬-টা নয়)। দ্বিতীয় Crossword-এ জ্যামিতিক সূত্র ৫৬-টা (৫৫-টা নয়) আর সাংকেতিক সূত্র ৩৬-টা (৩১-টা নয়)। Ratio-টা ১.৫৬।

    অংশুমান গুহ
    aguha@microsoft.com

    সোডা জল জানিয়েছেন: অংশুমানবাবুর হিসেব ঠিক। এধরনের ইচ্ছা ও অনিচ্ছাকৃত ভুল আছে বা থাকতে পারে বলে স্বীকার করছি। সেই সঙ্গে এই ভুল শিকার করার জন্য অংশুমানবাবুকে জানাচ্ছি স্যালুট ও অভিনন্দন।



    বিদেশে বসে যে বাংলা ভাষায় এত সহজেই কিছু পড়তে পারব তা কখনও ভাবিনি। আপনাদের প্রচেষ্টা এত ভালো লাগলো কি বলব। আপনাদের জানাই আমার প্রাণভরা অভিনন্দন এবং আপনাদের এই পত্রিকা সর্বতোভাবে সফল হোক এই কামনা করি।

    ভাস্কর ভট্টাচার্য্য
    bbhattac@hotmail.com



    Congrats and Kudos for your wonderful work. Keep the flag flying old chaps!

    Sujit K Dutt

    sujit@micb.mic.ki.se
    Stockholm, Sweden

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments