• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩ | ডিসেম্বর ১৯৯৭ | চিঠি
    Share
  • চিঠিপত্র :

    বাংলায় পত্রিকা ওয়েবে পড়তে ভীষণ ভালো লাগলো। আপনাদের প্রয়াস সার্থক হোক এই কামনা করি।

    কাজল ও প্রদীপ্ত মুখার্জী

    kajalm@xtra.co.nz
    Tauranga, New Zealand



    হঠাৎ “পরবাস”-এর দেখা। যেন, এক গ্রীষ্মে এক ঝলক ঠাণ্ডা হাওয়া। গল্প, কবিতা--মনে হল সেই হারানো দিনগুলোকে খুঁজে পাওয়া গেছে। ভীষণ ভালো লাগলো। আশা রাখি, “পরবাস” সবাইকে আরো কাছে টানবে।

    ধন্যবাদ- সহ,
    অমল সরকার
    Mipitas, California



    I want to congratulate all of you for publishing “Parabaas”, a trend-setting webzine. The first issue was excellent, the next one is even better. But what really prompted me to write to you is Sudipto Chatterjee’s drama “Raat Jure”, for which no praise is too high. He really touched a few raw nerves in the first act itself. Now I will be waiting eagerly for the next three acts.

    Debashis Chatterjee
    debc@icompression.com



    This is one brilliant website! The “uponyash” is superb and extremely entertaining. Great concept. I wonder when you can introduce Bengali True Type Fonts, instead of saving them as pictures… I have seen Tamil and Malayalam fonts supported by HTML, which supports UNICODE characters. Also, is there any specific reason for keeping the orange borders…. They are quite hurtful to the eyes if one has to read long articles… besides, the combination of red letters against an orange background is not a very friendly one. All in all, the site is well designed, easy to navigate and brings Bengali culture forward in a simple yet lucid manner. Well done!

    Golam Ashraf
    gashraf@hotmail.com



    আপনাদের এই বাংলা ওয়েবজিনের প্রয়াস খুবই ভালো লাগছে। তবে বলতেই হয় যে পরবাসের প্রাসঙ্গিকতা হয়ত থেকে যাবে প্রথম ওয়েবজিন হিসেবেই। আজকের দিনে যা রীতিমত জরুরী সেটা হল বাংলা ভাষা নিয়ে চর্চা করার আন্তরিকতা। দুয়েকটা গল্প বা কবিতা লিখলেই যে তা সাহিত্য হয়ে ওঠে না, তা বাঙালী মানসিকতায় এনে দেওয়া। যদি বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য পরবাস, প্রথম পদক্ষেপ নিতে পারে তবেই মেনে নেব প্রথম ওয়েবজিনের প্রয়োজনীয়তা।

    বিনীত
    তীর্থঙ্কর ঘোষ



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments