• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৯ | জানুয়ারি ২০২৩ | কবিতা
    Share
  • দুটি কবিতা : সুগত মুখোপাধ্যায়



    অন্ধদাগগুলি

    জানালার কাঁচে কোথাও কোথাও রাতের গভীর কালো
    অন্ধকারের ছড়ানো ছিটানো নিশ্চল সমাবেশ।
    আলোর প্রবাহ লহমায় জমে অপলক হিমবাহ;
    রেখে যায়, যাবে বর্ণে ও স্বাদে নিষ্প্রদীপের রেশ।

    নিশিকবলিত তোমার দু’চোখে জীবনের পরিচয়,
    ধারাপাত আর কথামালাপাঠ তোমার মুখের ঝালে।
    যতই বলুক তৌলযন্ত্র, অজস্র ভুল ত্রুটি;
    ভারি অনুগত, তবু আমি বাজি তোমারই ছন্দে তালে।

    মনে হয় তুমি পূর্বজন্মে এ’রকমই পাশে বসে
    পৃথিবী চেনাতে প্রায় নিশ্চুপ ইশারার সংলাপে।
    তোমার কথাতে ঠেলে সরিয়েছি যুক্তির মন্ত্রণা;
    অসমীকরণ, তুমি আছো বলে মিলে গেছে খাপে খাপে।

    ফিসফিস করে যখন যা বল, তার সবটুকু মেনে
    বেছেছি শুধু যে পাথেয় তা নয়, পথেরও আবছা রেখা।
    মুলতুবি রেখে পরখের দায়, অনাহত বিশ্বাসে
    ভ্রুক্ষেপহীন এ পর্যটন, তোমারই কাছে যে শেখা।

    অনেক কেতাবে প্রোথিত লব্ধি, তুমি হেসে মিটিমিটি
    উল্টে দিয়েছো নিরপেক্ষের বিশ্লেষণের ছক।
    বুঝিয়েছো তুমি গন্ধ হাতড়ে পড়া যায় শিলালিপি,
    নাই বা সে হল নির্মোহ পথ, বরঞ্চ তির্যক।

    যতদিন বাঁচি ততদিন তুমি অন্ধের হাত ধরে
    টেনে নিয়ে যাবে অনুতাপহীন কুয়াশার রসাতলে।
    অহল্যাভূমি বুকের ভিতর তিনটি ডাকিনী মিলে
    সারারাত নাচে হাতে হাত ধরে, - চিতার কুণ্ড জ্বলে।

    স্মৃতিচারণা

    সেই শ্রাবণের
    মহাপ্লাবনের
    কাহিনী শোনেনি, 
    এমন পড়শী
    আছে নাকি কেউ?

    নদী আর তট
    তফাত করেনি
    জলের দেওয়াল, 
    বর্গির মত
    ভয়ানক ঢেউ।

    মহামিছিলের
    স্মৃতি বুকে বেঁচে
    কত রাত জাগে, 
    বয়োঃক্লিষ্ট
    ভাঙাচোরা পথ।

    রক্তচক্ষে
    ফুঁসে উঠেছিল
    কবে ভাগীরথী? 
    কেঁপে উঠেছিল
    কবে ভগীরথ?


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments