• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৭ | জুলাই ২০২২ | কবিতা
    Share
  • আমাদের কথা : অনুষ্টুপ শেঠ


    || ১ ||

    এমন মেঘ ঘনিয়ে আসে, অন্ধকার, যেন বা আজই সেই দিন
    যেদিন তুমি আর ফিরে যাবে না, যেদিন আর ফিরে যাব না আমিও
    এমন মেঘ ঘনিয়ে আসে, আকাশে, দূর দিগন্তঢাকা মেটে পাহাড়ে
    ঘিঞ্জি বসতির অলিগলিতে, যেন বা এইটেই সেই মুহূর্ত

    যখন তুমি একা, আরও একা, আরও ক্লান্ত হতে হতে
    বুঝে ফেলবে
    আমাদের আঙুলে আঙুল জড়িয়ে গেছে। যখন আমি
    ভয় পেতে পেতে, ভুলে থাকতে থাকতে
    চিনে নেব, নিভৃত আশ্রয়।
    তাহলে, এই সেই ক্ষণ?
    যখন শহর সস্নেহে দেখবে, বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
    আমাদের ভেসে যাওয়া!


    || ২ ||

    লেকের জল উপচে পড়বে বুঝি? এত বৃষ্টি?
    ভালো। ভালো হে, ভালো, নাহলে যে কী কষ্ট, কী পিপাসায় দীর্ণ গ্রীষ্মকাল!
    তুমি তো গঙ্গাপারের লোক, তুমি সেই অভাবের খোঁজ রাখো না।


    || ৩ ||

    জানলায় মেঘচ্ছায়া। জানলায় বারিধারার স্পর্শসুখ উচ্ছল।
    বাহারি পর্দা আজ থাক, খোলা থাক।
    আজ তো বিপন্ন দিন, আজ তো সমুদ্রেও লেগেছে জোয়ার
    জলে জলে সংঘাত, ঢেউয়ের বিপরীতে ঢেউ
    ভিজে কাক, ছাতায় মানুষ
    খুঁজে নিচ্ছে কার্নিশ, খুঁজে নিচ্ছে দোকানের শেড
    ভেসে যাচ্ছে দশদিক।
    থাকো আজ। এমন সঘনকালে, যাই বলতে নেই।


    || ৪ ||

    না বলা কথারা হেমন্তের বৃক্ষজন্ম নেয়, এই বৃষ্টিতে
    তাদের শরীর থেকে কত শব্দ উড়ে যায়,
    কত শব্দ ভেসে যায়
    অথচ তুমি ফিরতে চাওনি, আমিও না
    আমরা বৃষ্টি মেখে হাঁটি, জলের ফোঁটা
    আমাদের শরীর ছুঁয়ে ছুঁয়ে গড়িয়ে পড়ে,
    পায়ে, পথে, নালায়,
    সে জলে দাগ কেটে লেখা, আয়ু। সে জলে দাগ কেটে লেখা, প্রাণ।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments