• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৭ | জুলাই ২০২২ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : সৌমক দাস



    পুতুলনাচের ইতিকথা

    পুতুলনাচ
    আজ অপ্রচলিত বিনোদন

    তবু শিল্পী খেলা দ্যাখান

    আমাকে অবিশ্যি দেখতে যেতে হয় না
    বেকার তারুণ্যের তুর্কি নাচন দেখিয়ে পয়সা পাই

    শৈশবে
    আমার অন্দরে‚ অজান্তেই‚ ঢুকেছিল ওই শিল্প সত্তা

    খেলনা পুতুলের ছদ্মবেশে ।


    গোলাপবাড়ি

    দস্তানা খুলে‚ আঙুল ছুঁইয়ে দেখে নিই
    কতগুলো কুঁড়ি গুটিয়ে আছে
    রাতের গোলাপ হবে বলে

    জ্যোৎস্না রাতের নীল আলোয়‚ পূর্ণ যৌবনার সুগন্ধের টানে

    পোকাদের উপদ্রব বাড়লে
    পাহারাদার সেজে বসে পড়ি

    টাকা নিয়ে
    বেচে দিই একটা ক’রে গোলাপ
    দুটো শরীরকে ভালোবাসায় মিশিয়ে দিতে।


    বাবা

    তখনো আমার চোখ ফোটেনি‚ মা কাঁদছে
    আর ভাবছে আমার লিঙ্গ‌ নির্ধারণের কথা

    দশ মাসের নিয়মিত হুমকিতে‚ মা আতঙ্কিত
    কীভাবে সারা শরীর আমার বেরিয়ে আসবে

    অপারেশন ঘরের দরজায় তাকিয়ে সমাজ, আর
    দুটো ভয়ার্ত চোখ সুস্থ স্ত্রী-সন্তানের অপেক্ষায়।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments