• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৩ | এপ্রিল ২০০৪ | কবিতা
    Share
  • দুটি কবিতা : অনির্বাণ রায়চৌধুরী

    ঘাসজম্ম চাই

    আমি যত কষ্ট লিখি, ক্ষত লিখি আর
    পচন-গলন লিখি; সম্ভাবনাহীন !
    যাবতীয় দরিদ্রতা মধ্যাহ্নকালীন,
    ম্যাজিকালি শিল্প করি । আহা কী বাহার !

    যত দ্যাখো ঢোল, বাঁশি, বেহালা, গিটার
    ওরা সব ক্ষতদের ভিন্ন ভিন্ন নাম ।
    ক্ষতদের ডাকো যদি খোলো নীল খাম,
    দেখবে উঠেছে জ্বলে শরীরী-হিটার ।

    হারমোনিয়াম বাজে, শরীরে দুপুর ।
    গান ধরে ব্যালকনি, বর্ষা নেমে আসে ।
    বর্ষা নয়, শিল্প ঝরে টাপুরটুপুর;
    ডায়েরিটা ভরে ওঠে রোগাকালো ঘাসে ।

    আরো ঘাস, আরো ঘাস, ঘাসজম্ম চাই,
    ঘাস আমার মাতাপিতা, ঘাস ছোটোভাই ।


    গাছের সনেট

    গাছ বোঝে ভালোবাসা, জানে প্রেমভাষা ।
    কাছে গিয়ে দ্যাখো তুমি, মিছে বলছি না ।
    গাছের বুকেতে লেখা তোমার ঠিকানা,
    তুমিও শুনতে পাবে ওর কাঁদা-হাসা ।

    গাছের বিরহ আছে, আছে দাবানল,
    হাতটা বাড়ালে তবু গাছ হাত ধরে ।
    গলা ধরে গাছেরাও হামি দিতে পারে,
    শরীরশিকড়ে জ্বলে প্রনয়-অনল ।

    গাছ জানে বৃষ্টিপাত, গাছ জানে খরা ।
    কিন্তু আগে তোমাকেও গাছ হতে হবে ।
    দেখো, ওরা ভালোবেসে বুকে টেনে নেবে ।
    নইলে পাবে না কিছু, থাকবে অধরা ।

    সমর্পণ জানো যদি, হও নতভূমি,
    দেখো, ফুল নয়, গাছে ফুটে উঠবে তুমি


  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments