• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : অনির্বাণ রায়চৌধুরী

    পরশপাথর

    টেলিফোন তার ছুঁয়ে বৃষ্টি আসে হঠাৎ বিকেলে ।
    ভিজে যায় বিরহপ্রতীক । কাকস্নান ...
    বাদামখোসার মতো পড়ে থাকে সেকালডায়েরি ।
    ছবিদের একজন চাতকপাখির মতো সজীবতা পায় ।
    নেমে আসে ... জবুথবু কবিকে জাগায় ...

    ধুলো ঝেড়ে উঠে বসা বেহালার ছড়
    বৃষ্টি বাজিয়ে যায় মনের মতন ।
    বেজে যায়, জ্বলে যায়, পুড়ে যায় দেহ
    আর, গানওলা শরীর তাপায় ...

    গুহাছবি ফিকে হয় । রোদের সকালে
    বৃষ্টিকে কী কী দিলো তরুণ সে কবি
    মেয়েটি জানলো না,
    জানে শুধু মেয়েটির ছবি ।



    ক্ষতদাগ ছুঁয়ে


    বৃষ্টিদুপুর ।
    মেঘকথাগুলো ভাষা পেয়ে গ্যালো যেই,
    আমার উঠোনে স্মৃতিগুলো এলোমেলো ।
    ``কাটছে ক্যামন তরুণকবির দিন ?''
    বৃষ্টিশব্দ আমায় জিজ্ঞাসিল ।

    শোনো জলকণা, আজ আমি ভালো নেই ।
    বরফশরীর ... জীবনের অলিগলি
    ঝোপঝাড়ে ঢাকা, গায়ে শ্যাওলার ছোপ,
    জমাট হৃদয়, কংক্রিট আর বালি ।

    ডায়েরিটা আজ পাথরের মতো বাঁচে,
    পেন পুড়ে ছাই স্মৃতির নীলাভ আঁচে ।
    আকাশে শকুন উড়ে চলে নীলিমায়,
    তরুণকবির ছেঁড়াছবি, মায়াব্যাধ খুঁটে খুঁটে (??) খায় ।



    শুনুন্না বেগুনিকামিজ


    রাতের আকাশ ।
    ঈশান কোণের থেকে একটি অচেনা তারা,
    টুপ্‌ করে ঝরে গ্যালো পড়ার টেবিলে ।

    আগুনযুবক ।
    আমিও পড়াতে জানি তারাদের ভাষা,
    জাহাজ ভাসাতে জানি কিশোরীর ফ্রিলে ।

    কিশোরীওড়না থেকে জাহাজটা ঘুম ভেঙে,
    আমার সাগরে এসে তুলে দিলো পাল ।

    আপাতত আমি এক ম্যাজিকাল ক্যাপ্টেন,
    পথের ঠিকানাহীন, জলের কাঙাল ।

    জাহাজ ভাসছে জলে অচেনা দ্বীপের খোঁজে,
    একা আমি সওয়ারি, শুনুন্না প্লিজ,

    চলুন্না ঘুরে আসি, শরীর জোয়ারে ভাসি,
    মাস্তুলে বসুন্না বেগুনিকামিজ ।

    (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments