• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪০ | ফেব্রুয়ারি ২০০৮ | গল্প
    Share
  • পরীর দেশে : ফারহা ফাওজিয়া অতসী

    ছোট্ট ছেলে সাহিদ । বয়স সাত । পড়ে ক্লাস টুতে । লেখাপড়ায় বেশ মনোযোগী । রোজ স্কুলে যায় । হোম ওয়ার্ক আর ক্লাস ওয়ার্কও ঠিকমতো করে । শুধু তাই নয় । সে গান শিখে । ছবি আঁকা শিখে । এগুলো সে করে লেখাপড়ার অবসরে । আজ সাহিদ মুক্ত । লেখাপড়ার চাপ অনেকটাই কম । কারণ গতকাল তার স্কুল ছুটি হয়েছে একমাসের জন্য । রোজা ও ঈদের ছুটি । তাই সাহিদ এক মাসের জন্য তার রুটিন তৈরি করেছে আলাদা ভাবে । এই একমাস সে স্কুলের সময়টা এমনি এমনি কাটাবে না । কঠিন পড়াগুলো রিবাইজ দেবে । ছবি আঁকবে ।

    আজ ছুটির প্রথম দিন সন্ধ্যায় বইয়ের পড়া শেষ করে সে ছবি আঁকতে বসল । ছবি আঁকতে সে কাগজ, ফোর বি পেন্সিল ও ডুকি কালার ওয়েল পেস্টেল নিল । কিছু সময় ভাবল কী আঁকা যায় । পরী সাহিদের খুব পছন্দ । তাই সিদ্ধান্ত নিল পরী আঁকবে । প্রথমে ফোর বি পেন্সিল দিয়ে সাদা কাগজে লাইন টেনে একটা পরী আঁকল । পরে সেটায় রঙ দিল । একসময় সে দেখল চমত্কার একটা পরী হয়ে গেছে । দেখতে বেশ । চোখ, নাক, চুল, ডানা সবকিছুই সুন্দর হয়েছে । তার বিশ্বাসই হয় না যে, সেই এই পরীটা এঁকেছে । যাহোক, আঁকা পরীটাকে সে ঘরের দেয়ালে ঘাম দিয়ে আটকে রাখল ।

    সাহিদের চোখে ঘুম এসে ভর করে । সে বিছানায় যায় । ঘুমিয়ে পড়ে । ঘুমোনোর পর হঠাৎ সে দেখে তার ঘর আলোয় ভরে গেছে । কতক্ষণ পর সে দেখতে পায় একটা পরী তার সামনে দাড়িয়ে আছে । পরীটা দেখতে খুব সুন্দর । ঠিক তার আঁকা পরীটার মতো । সে দেয়ালের দিকে তাকাল । দেয়ালে তার আঁকা পরীটা নেই ।

    সাহিদ পরীটাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি ?

    পরী বলল, আমার নাম ফুলপরী ।

    তুমি কোথা থেকে এসেছ ?

    পরীটা বলল, আমি আমার পরীরাজ্য থেকে এসেছি । তুমি খুব ভালো ছেলে । তাই আমি তোমাকে পছন্দ করি । তুমি কি আমাদের রাজ্যে যাবে ?

    সাহিদ বলল, ঠিক আছে আমি যাবো ।

    পরীটা বলল, তাহলে আর দেরি কেন, এখনি আমার সাথে চল ।

    পরীটা সাহিদকে নিয়ে তার রাজ্যে গেল । পরীর রাজ্য এত সুন্দর ! সাহিদ অবাক হলো । সাহিদ দেখল পরীর রাজ্যে সুন্দর সুন্দর ফুল বাগান, ফলের বাগান । ফুলের বাগানে আছে গোলাপ, বেলি, টগর, জুই, চামেলী, জবা, হাসনাহেনা, রজনীগন্ধা আরো অনেক ফুল । আর ফলের বাগানে আছে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আতা, কমলা, বেল, আঙুরসহ আরো অনেক ফল । এসব দেখতে দেখতে সন্ধ্যা নেমে এল । সাহিদের হঠাৎ করে তার মা-বাবার কথা মনে পড়ল । সাহিদ পরীটাকে বলল, আমাকে বাবা-মায়ের কাছে নিয়ে চল ।

    পরীটা বলল, ঠিক আছে চল ।

    সাহিদ বলল, তুমি কিন্তু আমাকে আবার আনতে যাবে ।

    পরীটা বলল, ঠিক আছে । এবার চল ।

    এরপর পরীটা সাহিদকে নিয়ে পরীরাজ্য ত্যাগ করল । সাহিদকে তার রুমে দিয়ে পরীটা বিদায় নিয়ে চলে গেল ।

    তখনি সাহিদের ঘরের দরজায় কে যেন টোকা দিল । সাহিদের ঘুম ভেঙে গেল । সে তাড়াতাড়ি উঠে বসল । বসে প্রথমেই চোখ রাখল দেয়ালের দিকে । দেয়ালে তার আঁকা পরীটা সেভাবেই আছে । সাহিদ বুঝতে পারল এতক্ষণ সে স্বপ্ন দেখছিল । মজার স্বপ্ন ।

    মাকে তো স্বপ্নটার কথা বলতে হয় ।

    সাহিদ উঠে গিয়ে ঘরের দরজা খুলে দিলো ।

    (পরবাস-৪০, ফেব্রুয়ারি, ২০০৮)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments