• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৬ | মার্চ ২০১৪ | শিল্প-সাহিত্য-সংবাদ
    Share
  • শিল্প-সাহিত্য সংবাদ :

    || এ-টা সে-টা ||

    'পরবাস'এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের সম্প্রতি প্রকাশিত কিছু নতুন বই (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো) ও অন্যান্য খবর:



    কৌশিক সেন-এর কবরখানার চাবি (*) (গল্প), (প্রকৃতি, ভালোপাহাড়, বইমেলা, ২০১৪)




    — Dr Michael Collins' recent article in South Asia on Tagore and the 'politics of friendship' has just been made free to access for a limited time period. The paper covers some of the arguments in his recent book on Tagore. The article can be found here.


    — Mashiul Chowdhury received the best landscape artist award in the 151st Small Oil Show arranged by the Philadelphia Sketch Club. The exhibition will run from April 4, through April 26, 2014.


    — শম্পা ভট্টাচার্য অসময়ের নাট্যভাবনা পত্রিকার মহেন্দ্র গুপ্ত সংখ্যাটি সম্পাদনা করেছেন।




    রবিন পাল-এর কথাসাহিত্যে চিত্রকল্প (প্রবন্ধ), (এবং মুশায়েরা, বইমেলা, ২০১৪)





    সঞ্জয় মুখোপাধ্যায়ের ঋত্বিকতন্ত্র (প্রবন্ধ সংকলন, সপ্তর্ষি প্রকাশন, জানুয়ারি, ২০১৪), এবং অনভিজাতদের জন্য অপেরা(*) (প্রবন্ধ সংকলন, প্রতিভাস, জানুয়ারি, ২০১৪)




    তিলোত্তমা মজুমদার-এর অর্জুন ও চারকন্যা (উপন্যাস, আনন্দ পাবলিশার্স, জানুয়ারি, ২০১৪)





    পিনাকী ঠাকুর-এর শরীর কাচের টুকরো (*) (কবিতা, সিগনেট আনন্দ, জানুয়ারি, ২০১৪)





    অশোককুমার মুখোপাধ্যায়-এর আটটা-ন'টার সূর্য (উপন্যাস, দে'জ পাবলিশিং, অক্টোবর, ২০১৩)



    আইভি চট্টোপাধ্যায়ের ছোটোদের জন্য গল্প-সংকলন 'রামধনুর দেশে' (পরম্পরা প্রকাশন) ও বড়োদের জন্য প্রবন্ধ-সংকলন 'ভাবনার নানা প্রসঙ্গ' (সংস্কার প্রকাশন) থেকে প্রকাশিত হয়েছে।



    — সাম্প্রতিককালে লেখা ১৩টি গল্প সংকলিত হয়েছে যশোধরা রায়চৌধুরীর 'সলিটেয়ার' গ্রন্থে। প্রকাশকঃ 'ছোঁয়া'।




    — পরবাস-এর যাত্রী উপন্যাস এবং অনেক গল্পের লেখক দেবজ্যোতি ভট্টচার্যের গল্পের বই 'ঈশ্বরী'(*) এই বইমেলায় প্রকাশিত হয়েছে। প্রকাশকঃ সৃষ্টিসুখ।



    — অনন্যা দাশের কিশোর রহস্য উপন্যাস 'ফুলের দেশে বিভীষিকা' (The C Book Agency) ও বড়োদের জন্য ছোটোগল্পের সংকলন 'উত্তরাধিকার এবং' (বাংলার মুখ) থেকে প্রকাশিত হয়েছে। এ-ছাড়াও তাঁর লেখা গল্প আনন্দ থেকে প্রকাশিত ও পৌলমী সেনগুপ্ত সম্পাদিত 'আনন্দমেলা গল্প সংকলন (২০১৪)'এ পাওয়া যাবে।

    — সংহিতা মুখোপাধ্যায়ের গল্পের বই 'গুচ্ছ খোরাক' এই বইমেলায় প্রকাশিত হয়েছে। প্রকাশকঃ সৃষ্টিসুখ।




    — Amarendranath Chakraborty's travelogue, রূপকুণ্ড পেরিয়ে রন্টি তুষারে has been translated as Beyond Roopkund: In the Snowfields of Ronti by Saurav Bhattacharya. This has been published by Bani-Bitan and is being distributed by Prakash Bhavan.

    — 'প্রিয়বরেষু আইনস্টাইন' (পত্রলেখা) বইতে আইনস্টাইনকে লেখা কিছু চিঠি অনুবাদ ও সম্পাদনা করে গ্রন্থিত করেছেন জ্যোতির্ময় দাশ।




    Prasenjit Gupta's fourth book, and the second book of translations, Brahma's Weapon* has been published recently by CreateSpace. Here Prasenjit has translated 21 short stories of Ashapurna Debi into what he terms "Bengali English". This book contains a foreward by Jhumpa Lahiri.


    — Several books by Anu Kumar have been published in the last year. For adults, there are It takes a Murder (Hachette 2012), Inspector Angre and the Pizza Delivery Boy (Popular Prakashan 2013), and for young adults, there is The Chola Adventure (Puffin Books 2013). She also edited Chanakya: The Kingmaker and the Philosopher (Hachette 2013).


    এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments