Parabaas
  • বর্তমান সংখ্যা
  • বিভাগ
    গল্প প্রবন্ধ উপন্যাস কবিতা গ্রম্থ-সমালোচনা রম্যরচনা নাটক ভ্রমণকাহিনি, প্রকৃতি, বাকিসব
  • Special Sections
    Translations ছোটদের পরবাস Satyajit Ray Rabindranath Tagore Shakti Chattopadhyay Jibanananda Das Buddhadeva Bose
  • সূচি/List
    Complete List/সম্পূর্ণ সূচি English articles Bengali articles Old Issues/পুরোনো সংখ্যা Authors/পরবাসের লেখকরা
  • Our Books
  • Buy Books
  • About
    About Us Friends of Parabaas Sign up for updates আদি পরবাস-কথা Old format
  • পুরোনো সংখ্যা
  • পরবাস

    বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
    Parabaas, a Bengali webzine since 1997 ...
    ISSN 1563-8685
  • ছোটদের পরবাস
    Satyajit Ray
    Rabindranath Tagore
    Shakti Chattopadhyay
    Jibanananda Das
    Buddhadeva Bose
    সাক্ষাৎকার
  • Translations
      Stories
      Poems
      Essays
      Reviews
  • লেখক/Author List চিঠিপত্র/Feedback Search
  • Parabaas Books Book Store

  • Ichhamoti
    Bibhutibhushan Bandyopadhyay


  • একটি বন্ধুত্বের বৃত্তান্ত -- সাক্ষাৎকার
    গিরিশ কারনাড
  • Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬১ | ডিসেম্বর ২০১৫ | শিল্প-সাহিত্য-সংবাদ
    Share  
  • শিল্প-সাহিত্য সংবাদ :

    || এ-টা সে-টা ||

    'পরবাস'এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের ও সম্প্রতি প্রকাশিত কিছু বই (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো)-এর খবর:



    বাংলা সাহিত্যে অবদানের জন্য 'বুদ্ধদেব বসু স্মারক পুরস্কার' দেওয়া শুরু হল। এই বছর (১৬ জানুয়ারি ২০১৬) পেলেন কেতকী কুশারী ডাইসন। আমরা, পরবাস-এর সবাই তাঁকে আমাদের সশ্রদ্ধ অভিনন্দন জানাই।



    ছবিদুটিতে দেখা যাচ্ছে কেতকী কুশারী ডাইসন, শঙ্খ ঘোষ, ও দময়ন্তী বসু সিংহকে।






    আগামী ২৬ ও ২৭শে ফেব্রুয়ারি, ২০১৬ সইমেলা অনুষ্ঠিত হবে শিশিরমঞ্চে। সইমেলা-র অনুষ্ঠানে যোগদানকারীদের মধ্যে আছেন, নবনীতা দেবসেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, ভারতী রায়, শাহনাজ নবী, ঊষা গাঙ্গুলী, মিরাতুন নাহার, প্রচেত গুপ্ত, তিলোত্তমা মজুমদার, যশোধরা রায়চৌধুরী, জয়া মিত্র, শ্বাশতী ঘোষ, এষা দে, সুমন চট্টোপাধ্যায় এবং আরো অনেকে।


    — কেতকী কুশারী ডাইসন-এর কবিতাসমগ্র (১ম খণ্ড) প্রকাশিত হয়েছে সিগনেট প্রেস থেকে (২০১৫)।





    — দেবজ্যোতি ভট্টাচার্যের উপন্যাস যাত্রী (১ম খণ্ড) (*) প্রকাশিত হয়েছে সৃষ্টিসুখ থেকে (২০১৬)।





    — সুবীর বোসের গল্প-সংকলন ভাঙা কলমের আন্তরিকে (*) প্রকাশিত হয়েছে সৃষ্টিসুখ থেকে (২০১৬)।





    — কৌশিক সেন-এর নাটিকা সংকলন চোর ও অন্যান্য নাটিকা (*), কবিতা সংকলন মাঝবয়েসী, ও গল্প-সংকলন, পরিবর্ধিত, দ্বিতীয় সংস্করণ কবরখানার চাবি ও অন্যান্য গল্প(*) প্রকাশিত হয়েছে প্রতিভাস থেকে (২০১৬)।



    — তিলোত্তমা মজুমদার-এর উপন্যাস স্বর্গের শেষপ্রান্তে প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে (২০১৬)।





    — পিনাকী ঠাকুর-এর কবিতা নিষিদ্ধ এক গানের মতো প্রকাশিত হয়েছে সিগনেট প্রেস থেকে (২০১৬)।





    — আইভি চট্টোপাধ্যায়-এর গল্প-সংকলন মহাজীবন (*) প্রকাশিত হয়েছে পরম্পরা থেকে (২০১৬)।




    পরবাস-এ প্রকাশিত 'উর্বশী' গল্পের জন্য রাহুল রায় এবছরের সৃজনধর্মী লেখার বিভাগে 'গায়ত্রী গামার্শ স্মরণ পুরস্কার' পেয়েছেন। রাহুলকে অভিনন্দন।
    'উর্বশী' এবং পরবাসে প্রকাশিত রাহুলের অন্য সব লেখাই এখানে পাওয়া যাবে।


    — কেতকী কুশারী ডাইসন-এর প্রবন্ধ ও প্রবন্ধ-ধর্মী রচনা সংকলন কাছে-দূরের কক্ষপথে (*) প্রকাশিত হয়েছে কারিগর থেকে (২০১৫, ৮২০ পৃষ্ঠা)।



    — অনুসরণকারী -- হুলিও কোর্তাসার; আর্হেন্তিনার লেখকের নভেলা অনুবাদ করেছেন অংকুর সাহা। ২০১৫-তে প্রকাশিত হয়েছে এবং মুশায়েরা থেকে।



    — দেবজ্যোতি ভট্টাচার্যের সম্পূর্ণ কিশোর উপন্যাস 'ইচ্ছেপলাশ' প্রকাশিত হয়েছে এ-বছরের, অর্থাৎ ২০১৫ শারদীয়া আনন্দমেলা পূজাবার্ষিকীতে।



    — A selection of Rabindranath's love poems has been translated into Finnish by Hannele Pohjanmies's and published as Sininen Sari ('Blue Sari'). The book has been officially launched by President Pranab Mukherjee during his visit to Finland.

    — Celebration & Other Stories(*) (Samabesh Books, 2015). A selection of several short stories of five women authors from Bangladesh has been translated by Masrufa Nusrat.



    এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।


    অলংকরণ (Artwork) : ছবিঃ রাজীব চক্রবর্তী
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  •   (?)
পরবাস বার্তা
  • কীভাবে লেখা পাঠাবেন তা জানতে এখানে ক্লিক করুন | "পরবাস"-এ প্রকাশিত রচনার দায়িত্ব সংশ্লিষ্ট রচনাকারের/রচনাকারদের। "পরবাস"-এ বেরোনো কোনো লেখার মধ্যে দিয়ে যে মত প্রকাশ করা হয়েছে তা লেখকের/লেখকদের নিজস্ব। তজ্জনিত কোন ক্ষয়ক্ষতির জন্য "পরবাস"-এর প্রকাশক ও সম্পাদকরা দায়ী নন। | Email: parabaas@parabaas.com | Sign up for Parabaas updates | © 1997-2022 Parabaas Inc. All rights reserved. | About Us
কি ভাবে লেখা পাঠানো যাবে এবং লেখা প্রকাশ-সংক্রান্ত কয়েকটি নিয়ম
(১) লেখা, ছবি অপ্রকাশিত (এর মধ্যে আন্তর্জাল [পত্রিকা, ব্লগ, ফেসবুক ইত্যাদিও ধরতে হবে]) ও মৌলিক হওয়া চাই।
(২) ই-মেইল ঠিকানাঃ parabaas@parabaas.com
(৩) লেখার মধ্যেই আপনার ই-মেইল ঠিকানা, সাধারণ ডাক-ঠিকানা, ফোন নম্বর দেবেন - তাহলে লেখকের সঙ্গে যোগাযোগ করতে সুবিধা হয়।
(৪) কবিতা পাঠালে এক সঙ্গে অন্তত তিনটি কবিতা পাঠালে ভালো হয়।
(৫) ইউনিকোড হরফে এখন পরবাস প্রকাশিত হচ্ছে - সেই মাধ্যমে লেখা পেলে আমাদের সুবিধা হয়, কিন্তু অন্য মাধ্যমে, যথা "বাংলিশ", অন্য ফন্ট-এ, বা হাতে লেখা হলেও চলবে। সাধারণ ডাক-এ পাঠালে অবশ্যই কপি রেখে পাঠাবেন, কারণ লেখা/ছবি ফেরত পাঠানো সম্ভব নয়।
(৬) 'পরবাস' বা 'ওয়েবশিল্প'-সংক্রান্ত পরামর্শ ও সহযোগিতাও আমাদের কাম্য।
(৭) পরবাসে প্রকাশিত লেখা আন্তর্জাল ও অন্য বৈদ্যুতিন মাধ্যমে প্রকাশ করা যাবে না। পরবাসের পাতার লিংক দেয়া যাবে। পরবাসে প্রকাশের ১২০ দিন পরে অন্য কাগুজে মাধ্যমে প্রকাশিত হতে পারে কিন্তু সেখানে পরবাসে পূর্ব-প্রকাশনের উল্লেখ রাখা বাঞ্ছনীয় এবং সঙ্গত।
(৮) লেখক এই নিয়মগুলি মান্য করছেন বলে গণ্য করা হবে। এর কোনোরকম পরিবর্তন চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

সাধারণ ডাকযোগে লেখা, ছবি, বই ইত্যাদি পাঠানোর ঠিকানার জন্যে ই-মেইলে parabaas@parabaas.com অথবা ফোন-এ (+91)8609169717-এ যোগাযোগ করুন। আমরা আপ্রাণ চেষ্টা করি সব লেখার লেখকদের উত্তর দেবার, কিন্তু অনেক সময় অনিবার্য কারণবশতঃ তা সম্ভব না হতেও পারে। সেই জন্য লেখা পাঠানোর ৬ মাসের মধ্যে উত্তর না পেলে ধরে নিতে হবে যে লেখাটি মনোনীত হয়নি। আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনাদের সৃষ্টিশীল রচনা পাঠাতে, এবং সে-জন্য আগাম ধন্যবাদ।
Sign up for Parabaas Updates