• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৪ | সেপ্টেম্বর ২০১৬ | কবিতা
    Share
  • অজাত শব্দের কাছে(সূচিপত্র) : সিদ্ধার্থ মুখোপাধ্যায়




    একটা আমি আস্ত সুখী, একটা আমি ছেঁড়া
    বাস্‌কো খুলে মস্করা দেয় শ্রডিংগারের বেড়াল।
    হাঁচড় পাঁচড় নখের আঁচড়, বাইরে এলেই একা
    কোন একাকী বাইরে এল, সেটাই এখন দেখার...

    দেখবে যে জন কই সে সুজন? সুখ কী আমার পর?
    বিলাপ করে তারস্বরে বুকের ভিতর ঝড়।
    একখানা তো মানুষ মোটে, ছেঁড়ে আবার গোটায়
    কম্বলেতে নিবাস করে, সঙ্গে থাকে লোটা।

    নেহাত যদি আঙ্গুল তুলে সময় মাথা নাড়ে
    নিয়ম করে রোজ বিকেলে ফেরে সে সংসারে।



    বিলাপগাথা তুমি আমার বালবিধবা পিসী
    চোখের নীচে শুকিয়ে থাকা সদ্য ভোরের শিশির।
    দারুণ তোমার সুরের বাহার, কারুণ্য পরছাঁই...
    বৃষ্টি, ছাদে শুকনো কাপড় - জল এসেছে, যাই।

    ইনয় বিনয় বিলাপ ছেড়ে উঠতে কি মন চায়?
    রান্নাঘরে দার্জিলিঙের বাগান ছেঁড়া চা
    সুবাস আসে, ও বৌ আমায় একটু খানি দিস
    সাধ আহ্লাদ চুলোয় গেল, চুলও না বান্ধি...

    বিলাপগাথা তুমি আমার বালবিধবা পিসী
    আচার চুরির দোসর, তাকে শূন্য কাঁচের শিশি।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments