একটু দেরিতে হলেও আপনাদের সবাইকে ইংরেজি নতুন বছরের জন্যে আন্তরিক শুভেচ্ছা জানাই। কয়েকটি অপ্রত্যাশিত কারণে এই সংখ্যাটি প্রকাশ করতে কিছুদিন দেরি হয়ে গেল। আশা করি এর পরের সংখ্যা সময়মতো প্রকাশ করতে পারব।
অন্য সকলের মতো আমরাও নবনীতা দেব সেনের প্রয়াণে খুবই মর্মাহত। সাহিত্যের বিভিন্ন ধারায় ওঁর অবদান অনেকেরই জানা, কিন্তু মানুষ হিসেবে ওঁর সংস্পর্শে যাঁরাই এসেছেন তাঁরা কেউই ভুলবেন না তাঁর সবাইকে আপন করে নেবার ক্ষমতা। নবনীতার উপরে কয়েকটি লেখা এই সংখ্যাতে রইল। পরবাস-এও তাঁর কয়েকটি লেখা বেরিয়েছে। ওঁর কয়েকটি ছোটোগল্পের অনুবাদ করেছেন ছন্দা বিউট্রা। সেগুলো পড়ে ওঁর খুব ভালো লেগেছিল এবং আরো বেশ কয়েকটি গল্প অনুবাদ করতে দেন। সেগুলি শীঘ্রই বই আকারে বেরোবে। ছন্দার করা ঠিকানা উপন্যাসটির অনুবাদ Looking for an Address-ও উনি পড়ে তার উপর মতামত দিয়ে গেছেন, গত অক্টোবর অবধি বইয়ের মলাট নিয়ে উৎসাহের সঙ্গে আলোচনা চলছিল। কিন্তু প্রেসের ছাপা বই তাঁর হাতে দিতে পারলাম না এই দুঃখ ভোলবার নয়।
পরবাস-৭৭-এ কয়েকটি লেখায় সন্ধানী পাঠক বিশ্ব-উষ্ণায়নের একটি থীম লক্ষ করতে পারবেন। এই সংখ্যা থেকে অঞ্জলি দাশের একটি সম্পূর্ণ উপন্যাস, 'অন্তর্জাল' ধারাবাহিকভাবে বেরোবে।