নিরুপম চক্রবর্তীর আরো লেখা :




For Books visit


ISSN 1563-8685




২৫শে ডিসেম্বর, ২০১৩

কিসের যেন স্মৃতি।

কে যেন কাকে চাইছে খুঁজে পেতে
কে যেন কাকে চায়নি ভুলে যেতে
কি যেন গানে কে যেন বিচলিত
শীতের দেশে বাতাস কাঁপে সুরে।

কিসের গ্লানি কিসের যেন ভয়
আকাশ জুড়ে বেজেছে পরাজয়
কে যেন তাকে পারেনি মেনে নিতে
এ গান তার নয়!

তার যে গানে আকাশ যাবে ভ’রে
ভেসেছে তারা রৌদ্র সরোবরে
তারা কিসের স্মৃতি এনেছে দূর দেশে
যেখানে যীশু অচেনা প্রতিবেশে
বইছে ক্রস ক্লান্ত একা একা
শহর ভরা শীতের সমারোহে।।



(পরবাস-৫৬, মার্চ, ২০১৪)