ঝড়বাদলের সম্ভাবনা খাকগরমের পর
এমন কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর।
চোখ রেখেছি দিল্লীতে, আর কান পেতেছি দেয়ালে
রাতের আঁধার বশ করেছে ধূর্ত কিছু শেয়ালে।
টুকড়ে টুকড়ে পৃথিবীটাকে ঠুকরে ঠুকরে খায়
ভাগের মা, তাই লাশটাকে আর ভাসায়নি গঙ্গায়।
পথও এখন স্বেচ্ছাচারী, শোণিতে মশগুল
আমার মায়ের শরীর ছিল, ধর্ম শুধু ভুল।
বর্ষা নাহয় আর নামেনি, হাওয়াও তো পাল্টালো
বন্ধু কে তার প্রমাণ কেবল তমসুকেতেই ছিল।
এসব কথা কেউ লেখেনা স্থানীয় সংবাদে
মানুষ এখন চুপ, যদিও জন্ম আর্তনাদে।
(পরবাস-৭৮, ৮ই এপ্রিল, ২০২০)