Subscribe to Magazines





পরবাসে
পল্লববরন পালের

আরো লেখা


ISSN 1563-8685




নিজস্ব নামধাম



আমার স্মৃতির নাম উই
বংশলতিকা খায় কামড়ে কামড়ে
আপাতত, হ্যাঁ – ওইটুকুই

আমার বংশের নাম – ধ্যুস্‌
বংশের পদবি হয়, নাম নয় – জানি নিরঙ্কুশ
সেই সূত্রে পাল বংশ – গোপাল রাজার
আমি শেষ সুখী সন্ততি
গোপাল সুবোধ ছিলো অতি

আমার সুখের নাম বাতি
ঘুটঘুটে রাত্রি আকাশে
আলোর গোপনতম ঘাঁটি

আমার রাত্রির নাম সবিনয় নিবেদন ইতি
প্রচার করছে – সন্ত্রাস নয়, চাই সম্প্রীতি




আমার কষ্টের নাম মোম-
বাতি। পোড়ে মানচিত্র
উপোষী উদোম

আমার খিদের নাম মৈ-
থুন| মানচিত্র খুঁজি
তন্নতন্ন, নারী পাই কই?

আমার খোঁজের নাম গাভী
খিদের কষ্ট বুকে
ছুট-ছুট সম্মুখে
হরিদ্বার থেকে হরিনাভি




আমার সুখের নাম হলো মুখবই
সারাদিন পড়ি লিখি, তবু সুখ কই?
থমথমে অক্ষরে মুখোশ মিছিল
সন্ত্রাসে হিম মুখ আবেগশিথিল

আমার মুখের নাম হিংটিংছট
নটী বিনোদিনী নয়, বিনোদন নট
ভুরু নাচে কত্থক, ঠোঁট গায় গান
বক্ষে শুকিয়ে যায় সাজানো বাগান

আমার বুকের নাম উপঢৌকন
বঙ্কিম পথ ধরে মুখবই ঠিকানায়
শব্দমুদ্রা সহ ঠিক পৌঁছন




হে আমার জাগরণ,
কী নামে তোমায় ডাকি
হরতাল, নাকি অনশন?

সময়ের কুম্ভকর্ণ ঘুমে
মানুষ কষ্টক্লেশে
নিরুপায় ওয়েইটিং রুমে

বাজবে কখন সে দামামা
আমার জাগরণের
নাম দেওয়া যাক ফুজিয়ামা

(পরবাস-৭৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯)