পুরোনো ইচ্ছের সাথে
দেখা হ’ল কাল সন্ধ্যাতে
বহু কাল পরে।
নতুন এই পুরোনো শহরে
কেটে গেছে বছর তিরিশ।
বললাম, ‘কেমন আছিস?’
কানে বুঝি কম শোনে আজ
কিম্বা গাড়ির আওয়াজ
অথবা ক্লান্ত আনমন।
ফের বলি, ‘আছিস্ কেমন?’
চুলে তার সাদা সাদা ছোপ,
দেয় নি কলপ।
কপাল কুঁচকে বলে,
‘এই এই এই, যায় দিন চ’লে।’
তারপর মিনিট তিরিশ
অচরিতার্থ তার নিস্তেজ নালিশ।
নতুন ইচ্ছের কাপে লাগিয়ে চুমুক,
আমি হাসিমুখ।
অংশুমান জানাচ্ছেন, "আমি ’পদ্য’টা WhatsApp-এ আমার দাদা-দিদিদের পাঠিয়েছিলাম। বড়দা (অরুণাভ) উত্তর দিয়েছিল:"
দেখা হোলো কাল রাতে
অচেনা বারের আয়নাতে
ক্ষণিকের জ্বলে-ওঠা
অবসন্ন চোখ,
দৃষ্টির তীক্ষ্ণতা দিয়ে
শুধালো আমায়,
‘তোর সেই ইচ্ছেটা কোথায়?
আছে? না চলে গেছে?
পেয়ে গেছে
অন্য কোনো লোক?’
মনে হোলো বলি তাকে,
ইচ্ছে আর
খোঁজেনা আমাকে
নতুন রাতের এই
পুরোনো শহরে,
ঝকঝকে চোখে তার
অন্য স্বপ্ন ঝরে।
(পরবাস-৭৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯)