ISSN 1563-8685




এল. ও. সি.

ফিরেও দেখোনি

কী পার্থিব অথচ অলীক
এই নিজস্ব স্পর্ধিত অমনিবাস

বৃত্ত ভেঙে
সরলরেখা বানিয়েছি বলে
আমূল বদলে গেছে
তোমার বিন্যাস

ভাঙাচোরা সাঁকোর উপর দাঁড়িয়ে
আমিও পুনর্জন্ম চাইনি

যাওয়ার আগে
নিয়ন্ত্রণরেখায় রেখে যেও
কাঁটাতারের ব্যুৎপত্তি
তোমার ম্যানিফেস্টো



(পরবাস-৪৮, মে, ২০১১)