Subscribe to Magazines




পরবাসে পরমার্থ বন্দ্যোপাধ্যায়-এর
আরো লেখা




ISSN 1563-8685




যদি আসো নীহারিকা

যদি আসো নীহারিকা
পৃথিবীর প্রান্তিক স্টেশনে,
সমস্ত আসন ধুয়ে মুছে
পরিচ্ছন্ন সাজিয়ে রেখেছি
শ্বেত-রক্ত চন্দন প্রলেপে,
আলপনা, প্রবেশ পথের
স্থানে-স্থানে রঙিন শিকল,
যদি আসো নীহারিকা
পৃথিবীর প্রান্তিক স্টেশনে,
বসে আছি পাদ্য-অর্ঘ্য নিয়ে;
যদি আসো—-।



(পরবাস-৮৪, ১০ অক্টোবর, ২০২১)