Subscribe to Magazines






পরবাসে বাসব রায়ের
লেখা


ISSN 1563-8685




অস্পষ্ট জলছাপ

পুরনো কাগজের গন্ধে লুকিয়ে থাকা জলছাপে একটি অবয়ব দেখি
প্রথমে বেশ স্পষ্ট সেটি, কিন্তু বিবর্ণ হতে সময় লাগেনি -

ধুলো ঝেড়ে আবছা আলোয় আত্মপ্রতিকৃতি মনে হলো, দৃষ্টিবিভ্রমে ঠাওরাতে পারিনি ঠিকভাবে -
একটি কঙ্কালের ছবি ভেসে এল
অপরিচিত একটা বাতাস মুখের ওপর দিয়ে অন্তর্হিত হলো;

ভাবনার মধ্যে আরেক ভাবনা এসে জায়গার দখল নিয়ে নিল -
জীবন আর জীবিকার শেষ ঘাটে অস্পষ্ট জলছাপটি তাড়িয়ে ফিরে কেবল৷





(পরবাস-৮৪, ১০ অক্টোবর, ২০২১)