Subscribe to Magazines



পরবাসে
সুজিত বসুর

লেখা


ISSN 1563-8685




প্রতিশ্রুতি

রাস্তাঘাটে মানুষ লরি বাসের ভিড়ে
কষ্ট পেলেও ভোলায় তাকে তোমার স্মৃতি
শুদ্ধ বাতাস খুঁজতে তখন নদীর তীরে
জীবন জুয়ায় হারতে হারতে হঠাৎ জিতি

বন্ধু সেজে শত্রু আসে ছদ্মবেশে
কপট স্নেহে জানতে চায় সে কেমন আছি
ঠকলে কিছুই যায় আসে না দিনের শেষে
শান্তি হাতে যখন তুমি কাছাকাছি

পেট্রোল আর ডিজেল পোড়ার গন্ধে যখন
নিশ্বাসটা আটকে থাকে, চোখেও জ্বালা
হঠাৎ দেখি সামনে আমার বিজয়তোরণ
পরাবে আজ সঠিক জানি জয়ের মালা

রাস্তা কোথায় শেষ হবে তা জানি না তো
গর্তে পড়বো নাকি উঠবো পাহাড় চূড়ায়
কবিতারা থাকুক নাহয় সব অজাত
কাছেই আছো, আর কিছুতে কি আসে যায়

জীবন স্রোতে সাঁতার কেটে ক্লান্ত হলে
পারোই দিতে কয়েক দিনের রোমান ছুটি
একবার ডাক দিলেই আমি আসবো চলে
ডাক তো পরে, আজ শুধু দাও প্রতিশ্রুতি।



(পরবাস-৮৩, ১০ জুলাই, ২০২১)