Subscribe to Magazines




পরবাসে
পার্থ চক্রবর্তীর

লেখা


ISSN 1563-8685




সামাজিক দূরত্ব

'প্রাণাধিক' বলে কোনো শব্দই
নশ্বরদের অভিধানে থাকা উচিত নয়।


জন্মিলে মরে যাব তাই
প্রাণাধিক বলে ডাকি তাকে
বাঁকাপথে চলে যাওয়া আলো
আলগোছে সাথে সাথে থাকে
মেঘ আর তারাদের ছুঁয়ে
অণু পরমাণু, চেতনাতে
আলোকবর্ষ ঘুরে এসে
হরিষে বিষাদে দিনে রাতে
তবু সেই হাতে হাত রাখি

প্রাণাধিক বলে তাকে ডাকি



(পরবাস-৮১, ১২ জানুয়ারি, ২০২১)