Subscribe to Magazines



পরবাসে মায়া সেনগুপ্তের আরো লেখা



ISSN 1563-8685




সংশয়

হেমন্তের পড়ন্ত বিকেলে
ছোট্ট একটা মেয়ে এসে
বলল, তুমি কী চাও?
বললাম, কিছু না তো।
পরীর মতো সে বড় বড় চোখ
মেলে তাকাল, তারপর চলে গেল,
একটা প্রজাপতি উড়ে গেল
নানা রং ছড়িয়ে।।

ও ফিরে যেতেই প্রশ্ন করলাম
নিজেকে, কেন ওকে বললাম না,
তোর জন্য যে আলোর পৃথিবী,
আনন্দের দিন রাত সাজিয়ে দিতে
চাই, এই অন্ধকারের ভিতর, এই
অনিশ্চয় সময়ের মধ্যে, দিন যাপনের
গ্লানির মধ্যে —

আলোয়-অন্ধকারে, বর্ষায়-বসন্তে
অরণ্যে-প্রান্তরে, সমুদ্র-পাহাড়ে
নিরন্তর খুঁজে ফিরি।।


(পরবাস-৭৭, ১০ জানুয়ারি ২০২০)