Subscribe to Magazines





পরবাসে আজহার উদ্দিন সাহাজীর
লেখা


ISSN 1563-8685




তিনটি কবিতা: ডিসেম্বর ২০১৯, দিল্লী



মিছিলের শহর
শহরের মিছিল
দুটোই চলন্ত
বিরাম নেই
বিশ্রাম নেই




ডিসেম্বর কেটে গেল মিছিলে মিছিলে
জনারণ্যে
এ শহর যেন জেগে উঠেছে
এক শতাব্দী পরে
স্বাধীনতার উল্লাসে
এখন, পথ হারাবার ভয় নেই
শুধু দেশ হারাবার ভয়।




স্লোগানে স্লোগানে
দিন কাটে, রাত কাটে
সকাল বিকেল সন্ধ্যে
পথে পথে
নূতন স্বাধীনতার সন্ধানে
ভয়ে ভয়ে
এই শহরে
মাস কেটে যায় চুপি চুপি
বছর ঘুরে গেল চোখের পলকে।
শুনেছি, মা পথ পানে চেয়ে বসে আছে
খোকা, বাড়ি ফিরবে বলে।
খোকার দিন কাটে রাত কাটে
স্লোগানে স্লোগানে
পথে পথে
আর বাড়ি ফেরা হল না।



(পরবাস-৭৭, ১০ জানুয়ারি ২০২০)