ISSN 1563-8685
৭ নভেম্বর, স্বপ্ন নয়...
যদি ভোরবেলা মুক্তো ছড়িয়ে থাকে ঘাসে,
যদি ভেজা স্বপ্নে ভারি হয়ে থাকে ছাদ,
তবে বুঝি সারারাত কেঁদেছে মানুষ।
বিছানায় শূন্যতার চাদর বিছানো ছিল,
দীর্ঘশ্বাস ছিল, বিষাদের ঘুম ছিল
বন্ধ চোখে কোন পথে স্বপ্ন এলো তবে?
আসলে এ স্বপ্ন এক উৎস রক্ত, অন্ধবীজ ভালোবাসা
বুভুক্ষা জাগিয়ে রাখে সারারাত।
বিবর্ণ আকাশ দিয়ে দিন শুরু,
দুঃখ সুখ মুছে নিয়ে যে পথে উধাও রাত,
সেই পথ অশ্রুস্রোতে পিছল এখন, পা চলে না।
শব্দহীন হাওয়ার স্পর্শে বুঝি, সূর্যোদয় ব্যথায় নিথর আজ।
ভালোবাসা, নদীর সাঁতার শেষে সমুদ্রের মোহনায়।