গ্রীক কবি জর্জ সেফেরিস-এর জন্ম - ২৯ ফেব্রুয়ারি, ১৯০০। আইনবিষয়ে পড়াশোনা প্যারিসে। নিজের দেশের বিদেশ-মন্ত্রকে উচ্চ-পদাধিকারী। প্রায় পাঁচ বছর গ্রীসের দূতাবাসের প্রধান প্রতিনিধি হয়ে কাজ করেছেন গ্রেট ব্রিটেনে। বরাবর সৃষ্টিশীল। প্রচুর কবিতার রচয়িতা। তাঁর কবিতায় মহাজীবনের স্ফূরণ। সাহিত্যের জন্যে নোবেল পুরষ্কারে ভূষিত ১৯৬৩ সালে। মৃত্যু - ২১ সেপ্টেম্বর, ১৯৭১।
।। ১ ।।
আবার আমার পরনে
গাছের পাতা লুটায়
আর তুমি — তোমার অনুনয়।
।। ২।।
রাত, হু হু বাতাস
বিচ্ছেদ দীর্ঘ হয়
ঢেউয়ের প্রবাহ।
।। ৩ ।।
নগ্ন নারী
বিদীর্ন বেদানা থেকে
ঝরে পড়ছে অসংখ্য নক্ষত্র
।। ৪ ।।
হাতে তুলে ধরেছি
মৃত প্রজাপতি
শুকনো, ধূসর।
।। ৫ ।।
কী যাদুতে তুমি গুছিয়ে রাখো
হাজার হাজার হাড়
প্রতিটি প্রাণীর?
।। ৬ ।।
নৌকোর হাল কি অচল?
স্থির নৌকো, বৃত্তের মধ্যে বৃত্ত...
কোথাও শঙ্খচিল নেই।
(পরবাস-৭৫, ৩০ জুন ২০১৯)