Parabaas Moviestore




Parabaas Musicstore




Subscribe to Magazines






পরবাসে
প্রণব বসুরায়-এর

আরো লেখা



ISSN 1563-8685




তিনটি কবিতা

এইবার বলো

কষ্ট জাগাতে চাই নি বলে আর বার ডাকি নি তোমায়
সেকথা জানে খোলা স্ক্রীন ও ইঁদুরছানা
বিমূর্ত যন্ত্রণায় ছিঁড়ে ছিঁড়ে গেছি অসহায় রাতে
যতটা বলেছি, তার থেকে ঢের বেশি
অনুক্ত থেকেছে...অন্দরে জ্বালিয়েছি...
কথা কি বেদনার পরিভাষ হয়েছে কখনও!
সন্ধি সমাস আমি শিখি নি তেমন
ক্লীব লিঙ্গ কাকে বলে, তাও তো জানি না

অভুক্ত থেকেছি, রান্না হয় নি কতকাল
আমাদের ঘোড়াশালে ম্যাজিকের তাঁবু
খালি পেট সুন্দরীকে কেউ যেন করাত চালিয়ে
নীল নিশানা তোলে আকাশ ছাপিয়ে

এইবার বলো
রূপক যমকের সংসার এতই দুর্লভ!


ছাই হ’বো

আগুন জ্বেলেছি তাই আগুনেই পুড়ে গেছে মুখ
সারা অঙ্গে অনির্বাণ দাউ দাউ, দেখুক দেখুক --
এতে যদি তৃপ্তি আসে শান্তি আসে তাহার প্রাণেতে
পুড়ে পুড়ে ছাই হ’বো, অস্থি দেবো জলের প্রপাতে...


সমাবর্তন

কথার ম্যাজিক আজ অচল পয়সা
যেদিক দিয়েই আসুক, যাবে তা
ভূমধ্যসাগরে...
আমি আর ভুল করে হুতাশ করি না
বরং স্বাগত জানাতে লাল কার্পেট খুলে দিই
বিছানায় শুয়ে এস এম এসে লিখি 'শুভেচ্ছা, অভিনন্দন'
পোষাকী আচরণ নিখুঁত হলেও
আবহ সঙ্গীতে শুনি যুদ্ধ-দামামার মহলাই শুধু
নট নটী জেনে গেছে, সেও তো ভাদ্রের গর্জন...

সমাবর্তনের দিনে পাঠিয়ে দিচ্ছি ফরাসী নির্যাস
সেই জলে স্নান সেরে নিও,
সূর্যকে বলেছি তোমার চুল শুকিয়ে দেবে
তোমার জন্যে রেখে যাচ্ছি কুসুম-প্রস্তাব



(পরবাস-৭৪, ৩১ মার্চ ২০১৯)