 
 
 
  
 
ISSN 1563-8685
 
 
ড্র্যাগন ব্রিজ: ল্যুব্লিয়ানা, স্লোভেনিয়া
 
বহুদূর উড়ে উড়ে চারখানি সবুজ ড্র্যাগন
অবশেষে ফেঁসে গেছে ল্যুব্লিয়ানা শহরের
ছড়িয়ে ছিটিয়ে থাকা ছন্দের মায়ায়।
নদীখানি ক্ষীণতোয়া, সেতুটিও মাপ বরাবর,
তার চারকোণ জুড়ে চার ভাই বসে আছে
মৌরসিপাট্টায়।
স্বপ্নে কবে যে আমি হেঁটে গেছি এই দেশে
গহন শীতের রাতে দারুণ গোপন কোনো নীল কুয়াশায়।
ঘনঘোর নীল কুয়াশায়
সারারাত কারা যেন গেয়ে যায় অন্তহীন অলৌকিক রক:
	‘যে দেশে তালার দাম দরজার চেয়ে ঢের বেশী
	সেই দেশে এক এলোকেশী!’
নিরন্তর নেচে যায় তার সঙ্গে হাস্যময়ী স্লোভেন সুন্দরী:
‘যে দেশে গরুর দাম মানুষের চেয়ে ঢের বেশী
	সেই দেশে এক এলোকেশী!’
প্রবল নেচেছি যেন স্বপ্নে আমি, দাঁতভাঙ্গা জিপসি ভিখিরিরা
নেচেছে আমার সঙ্গে বিষাক্ত ফুলের তোড়া হাতে:
‘যে দেশে কবির ঝাঁক কবিতার চেয়ে ঢের বেশী
	সেই দেশে এক এলোকেশী!’
নিশ্চুপ থেকেছে শুধু ড্র্যাগনেরা চার ভাই:
নৈঃশব্দ্যের জীব।
থেমে গেলে গানগুলো, বন্ধ হলে এ মায়াবী নাচ
আমাদের শবদেহ নখে দাঁতে ছিঁড়ে তারা
এই সেতু ছেড়ে আরও অনেক নিবিড় কোনো
রহস্যের দেশে উড়ে যাবে।