গ্রীক কবি জর্জ সেফেরিস-এর জন্ম - ২৯ ফেব্রুয়ারি, ১৯০০। আইনবিষয়ে পড়াশোনা প্যারিসে। নিজের দেশের বিদেশ-মন্ত্রকে উচ্চ-পদাধিকারী। প্রায় পাঁচ বছর গ্রীসের দূতাবাসের প্রধান প্রতিনিধি হয়ে কাজ করেছেন গ্রেট ব্রিটেনে। বরাবর সৃষ্টিশীল। প্রচুর কবিতার রচয়িতা। তাঁর কবিতায় মহাজীবনের স্ফূরণ। সাহিত্যের জন্যে নোবেল পুরষ্কারে ভূষিত ১৯৬৩ সালে। মৃত্যু - ২১ সেপ্টেম্বর, ১৯৭১।
।। ১ ।।
শুধু এক ফোঁটা মদ
চল্কে দাও হ্রদের জলে
এবং সূর্য কখন চোখের আড়ালে।
।। ২।।
গবাদি পশুর চারটি ভোজ্য-পত্রের মধ্যে
একটি উধাও:
তিনটির মধ্যে কে দোষী? বল হে কানাই।
।। ৩ ।।
স্তম্ভগুলি শূন্য :
মূর্তিগুলি চলে গেছে
অন্য যাদুঘরে।
।। ৪ ।।
কন্ঠস্বরগুলি কি
আমাদের মৃত বন্ধুদের অথবা
ধ্বনিপুঞ্জ?
।। ৫ ।।
নীল মাফ্লারে মেয়েটির
সারি সারি আঙুল
সারি সারি প্রবাল।
।। ৬ ।।
ধ্যানস্থ
তার ভারী স্তনদ্বয়
দর্পনে অচেনা হৃদয়।
(পরবাস-৭৪, ৩১ মার্চ ২০১৯)