ISSN 1563-8685




একলা

একলা মানুষ আর একলা নৌকো আর একলা নদী
এ ওর দিকে তাকিয়ে আছে অপলক আর
আকাশ থেকে ঝরে পড়ছে অপার যাদু
                 ঝরে পড়ছে মায়াময় বৃষ্টি।

নিয়তিতাড়িত হয়ে বসে আছি
তোমাকে নির্জনতা শোনাবো বলে।

একলা সকাল ফুটে উঠছে খুব মৃদুস্বরে আর
একলা পাগল যায় কেঁদে। বলে,
                  বুঝিয়ে দে
                           বুঝিয়ে দে
                                    বুঝিয়ে দে...


(পরবাস-৭৪, ৩১ মার্চ ২০১৯)