Parabaas Moviestore




Parabaas Musicstore




Subscribe to Magazines






পরবাসে নূপুর রায়চৌধুরির
লেখা


ISSN 1563-8685




বোকা

কিরকম বোকা একটা দেখ।
সেই সময়টাকে ধরবার জন্য
ছুটছে আর ছুটছে;
                  কোথায় পাবে?

কবেই তো সে পাতালগর্ভে!
শূন্য চবুতরা, ভাঙা সারেঙ্গি,
জবুথবু হাভেলির ঘুলঘুলিতে,
ঊর্ণনাভ সংসারের আঁতিপাতি--
দমচাপা বাতাস। খোঁজে
দোলনচাঁপার হারানো সুবাস--
আঁকড়ে ধরো বরং এই সময়টাকে
                  মুঠি চেপে;
নইলে এও যাবে কাল স্মৃতির সুড়ঙ্গে।।






(পরবাস-৭২, ৩০ সেপ্টেম্বর ২০১৮)