Parabaas Moviestore




Parabaas Musicstore




Subscribe to Magazines





পরবাসে
নবনীতা দেব সেন-এর

আরো লেখা

বই


ISSN 1563-8685




সেইশি ইয়ামাগুচির চারটি হাইকুর ইংরেজি থেকে অনুবাদ

সেইশি ইয়ামাগুচি (১৯০১ - ১৯৯৪) জাপানের বিখ্যাত কবি। তিনি বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী জাপানী হাইকু লেখক।


।। ১ ।।

জ্ঞান অর্জনের একাকিত্ব
সহ্য করতে করতে
পুনর্জীবন হয় কাঠকয়লার।

।। ২।।

একটা স্টীমইঞ্জিনের চাকা
গ্রীষ্মের বুনোঘাস পর্যন্ত
এসে, থমকে দাঁড়ায়।

।। ৩ ।।

শীতের চাঁদের তলায়,
অগভীর জলে,
একটি নদী বয়ে যায়।

।। ৪ ।।

ঘুড়ির সুতোটা
আকাশে অদৃশ্য
আঙুলে দৃশ্যমান।





(পরবাস-৭২, ৩০ সেপ্টেম্বর ২০১৮)