Parabaas Moviestore




Parabaas Musicstore




Subscribe to Magazines






পরবাসে
পূর্বিতা জানা পুরকায়স্থের

লেখা



ISSN 1563-8685




তিনটি কবিতা

অবস্থান

কেন ছুঁতে চেয়েছিলাম আকাশ
তোমার সাথে?
এখন মাটিতেও স্থান অকুলান।
তোমার একটি ডাকে উড়াল দিয়েছিলাম আমি
পিছনে তাকিয়ে দেখিনি তুমি কোথায়।
ভালবেসে তৃপ্ত মন
হিসেব করেনি কোনো--
নিজেরই আলোতে দেখেছিল তোমায়।
আজ দেখি, আশ্রয় চাইছ তুমি
অন্য কোথাও।
সেই থেকে আমি আছি, শুধুমাত্র এই;
আমার চরাচর জুড়ে
এখন শুধু তুমি নও
তোমরা আর তোমাদের মুহূর্ত;
আমাকে বাঁচতে শেখায়
ঘরহারা মানুষের মতো।


দেউলিয়া

তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছ
এমনকি আমার ভগবানকেও।
তার বদলে দিয়েছ এক প্রতিদ্বন্দ্বী
যে আমাকে যখন তখন
আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়;
আমার ত্যাগ, তিতিক্ষা
সবকিছুকে
ম্লান করে দিয়ে
জেগে থাকে
আমার ক্ষয়াটে চেহারা;
শুধু ম্লান হয় না
তোমাদের দুজনের অন্তরঙ্গ
সময় আর সংলাপ
যা বারবার ফিরে ফিরে আসে আমার কাছে,
আর আমি যন্ত্রণায় বিদ্ধ হতে হতে
কুড়িয়ে নিই আমার টুকরো হয়ে যাওয়া ঘর,
আর বিভ্রান্ত সন্তানদের।


দৃশ্যপট

অনেক দেখেছি আমি।
ডানা ভাঙা পাখির অসহায় চোখ,
ক্ষয়াটে আলো
চোখ ঝলসানো আলোর ভিতর।
দেখেছি, হাওয়া কিভাবে কাঁদে
দেখে ভালবাসাহীন জীবন যাপন
দেখেছি, গাছেদের ব্যর্থ আস্ফালন
ধর্ষিত হতে দেখে
আমাদের ঘর



(পরবাস-৬৯, ২৫ ডিসেম্বর ২০১৭)