পুরুষ মৌমাছি নাচের সংকেতে
বান্ধবীকে বলে, "তুই কী সুন্দর
বুল্টু, তোর মতো মিষ্টি সোনা মেয়ে
হাজার মৌচাকে সত্যি কেউ নেই... "
মেয়েটা হাসিহাসি দেখায় এক চড়!
নাচের ভাষা আর নাচের ব্যাকরণ
মৌমাছিরা জানে, তা যদি জানতাম
যে কথা তোকে আজ বলতে পারছি না
সে কথা বলতাম নাচের ভঙ্গিতে
সেদিন বিকেলেই...
(পরবাস-৬৯, ২৫ ডিসেম্বর ২০১৭)