বন্দুক পিস্তল নেই, তবু যেন ভয়ে কাঁপে যম
দধীচির অস্থি দিয়ে তৈরি হোক আমার কলম।
|| আস্তিক-কে ||
তোমার স্বর্গ আছে, সুখে থেকো মরণের পরে।
যত পুণ্য জমিয়েছো, এবারে তা ভাঙাবার পালা।
সুরভী গাভীর দুধে স্নান কর হুরিদের সাথে।
আমি কোন দেশে যাবো জানা নেই, খেয়া নেই ঘাটে।
এ’ দেহ বিলীন হলে গাভী নয়, হুরি নয়, ঈশ্বরেরা নয় --
আমার-ই আগুন যেন অন্ধকার মুছে দিতে পারে।
|| অচেনা কবিকে ||
যে তারার আলো
আজও জানে নি পৃথিবী
বোঝে নি তার হাসি-কান্নাকে
আশা রাখো
সেই তারার মতো
একদিন না একদিন
পৃথিবী পড়ে নেবে
তোমার ইতিহাস।
(পরবাস-৬৯, ২৫ ডিসেম্বর ২০১৭)