ISSN 1563-8685




শীত

সব শেষ হয়ে যাবার পরে পড়ে থাকে কিছু হিসেবনিকেশ, কিছু মায়া
খোলা দরজা দিয়ে ঢুকে পড়ে উত্তরের হাওয়া আর
শীত করে। খুব শীত করে।

সব শেষ হয়ে যাবার পরে ঘন্টা বাজিয়ে চলে যায় দমকল
অসহায় কিছু হাত ভাসিয়ে দেয় কাগজের নৌকো
আমি অপেক্ষায় থাকি তোমার সংকেতের

মনে পড়ে অন্ধ বালিকার বৃষ্টিভেজা গান।



(পরবাস-৬৯, ২৫ ডিসেম্বর ২০১৭)