ISSN 1563-8685
রবার্ট ফ্রস্ট, ভ্যান গো', সান্টা ক্লজ
২০১৬ সালের সেপ্টেম্বরে ভারমন্ট গিয়েছিলাম গাছের পাতার রঙের বাহার দেখতে, যদিও তখনো কিছু সবুজের ছোঁয়া ছিল। সরাইখানার যে ঘরে ছিলাম সেখানে কবি রবার্ট ফ্রস্ট (Robert Frost)-এর একটা ছবি টাঙানো ছিল, সেটা দেখে এই স্কেচটা করেছিলাম। ফ্রস্ট নাকি ওই ঘরেই ছিলেন একসময়। আমার ভাবতে ইচ্ছে করছে যে এই স্কেচের রঙের মধ্যে হয়তো আমার মন থেকে 'ফল কালার'-এর একটু স্পর্শ লেগে গেছে।
ভ্যান গো' (Van Gogh)-র প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। ১৮৮৩ সালের অক্টোবরে একটা পণ্যবাহী ভেলা (barge)-এ ভ্যান গো' এইরকম একটি স্কেচ করেছিলেন। তাঁর বয়স তখন তিরিশ, কিন্তু তিনি তখনো ড্রয়িং চর্চা করে যাচ্ছেন। উনি মারা যাবেন আর মাত্র সাত বছর পরে!


Über-ড্রাইভার সান্টা ক্লজ! মেরি ক্রিসমাস!!