সাড়ে ছ' কোটি সাল আগের রাত
গ্রহাণু পৃথিবীকে ধাক্কা দেয়...
দাপিয়ে দশকোটি বছরকাল
নিমেষে রাজপাট চিহ্নহীন
লুপ্ত হয়ে গেল ডাইনোসর।
আবার হাওয়া দেয় উত্তরের।
আকাশ আঁকা হল জলরঙেই।
এখন যুগান্তে ক্রিটাসিয়ান।
টারসিয়ারি যুগ ভূপৃষ্ঠে।
সন্ধিরাত, কে-টি বাউন্ডারি
স্তন্যপায়ী জীব পৃথিবীময়...
তাহলে তুমি কেন সারাটা রাত
আমাকে দোষ দাও, হে সখী মোর
"দুষ্টু অসভ্য ম্যামাল" বলে ডাকো?
(পরবাস-৬৮, ২৫ সেপ্টেম্বর ২০১৭)