দ্বীপপুঞ্জে ভেসে যায় আমাদের লৌকিক জাহাজ
এম এস মারিয়েলা।
আবছায়া কুয়াশায় বাল্টিক সমুদ্রে আমি কর্মহীন ইতস্তত ভেসে
অবশেষে ভোররাতে অলৌকিক আর্কিপেলাগোতে
আজন্ম বন্ধনে যেন ফিরে আসি দিনগত পাপক্ষয় ভুলে।
জেগে আছি,
প্রবল হাওয়ার ডেকে দাঁড়িয়েছি ছদ্মবেশ খুলে।
আমার সম্ভ্রান্ত মুখে লুপ্ত হয় মানুষের ভাষা
আমার আকুল ঠোঁটে পাখীদের তীক্ষ্ণ শিস
রাতের সমস্ত ক্লান্তি কেড়ে নিয়ে ভেসে যায় দূরে:
যেন এক মগ্ন ঘুমঘোরে, ডানা নেই তবু যেন পরিচ্ছন্ন পালকের ওমে
স্মিত হাসি: প্রবল সম্ভ্রমে
আজ আমাকেই স্পর্শ করে, ছুঁয়ে যায় সমুদ্রের হন্তারক ঢেউ
আমাদের লৌকিক জাহাজ আজ স্তব্ধ হোয়ে, স্থির হোয়ে ভেসে থাকে
অহনার স্মিত অন্ধকারে।
ছদ্মবেশ খুলে ফেলে ডানাহীন পক্ষীমানবেরা
দুরন্ত হাওয়ার মধ্যে সারবেঁধে দাঁড়িয়েছি ডেকের ওপরে,
আমাদের ঘিরে আছে সবুজ গহীন বন;
কোনোদিন ফিরবোনা: অলৌকিক দ্বীপপুঞ্জে অজান্তে এম এস মারিয়েলা
অচেনা সবুজ এক অন্ধকার দ্বীপ হোয়ে
অনন্ত সময় ধরে বাল্টিক সমুদ্রে ভেসে আছে।।
(পরবাস-৬৮, ২৫ সেপ্টেম্বর ২০১৭)