ISSN 1563-8685




হারমোনিয়াম

ফেলে আসা পথের ধুলো থেকে আমি
কুড়িয়ে নিয়েছি আনন্দ,
তুমিও সাঁতরে পার হয়ে গেছ পুরোনো আখরগুলি।

বন্ধ দরজার এপারে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে একরত্তি শিশু।

একা একা বেজে চলেছে ভাঙাচোরা হারমোনিয়াম।



(পরবাস-৬৮, ২৫ সেপ্টেম্বর ২০১৭)