অসমাপ্ত
কথা ছিল আমি জল দেব
তুমি নৌকো ভাসাবে।
আমি জল দিলাম, মাস্তুল দিলাম, পালও দিলাম;
তুমি তখন চাইলে
অন্য কিছু, খরস্রোতা সর্বগ্রাসী।
রিক্ত
আমাদের সব কথা
ঘাস ফুলেরা জানে,
তুমি অন্য পথে গেলে বলে
মাঠগুলো সব নেড়া হয়ে গেল।
এখন যেমন
আমার দেয়াল জুড়ে
অনেক যত্ন করে
তুমি যন্ত্রণা এঁকেছ
অভিমানী ভালোবাসা
মাথা খোঁড়ে বন্ধ দুয়ারে।
সাদা কালো
আমার উঠোনে
টেরাবাঁকা ছোটো বড়ো ছায়ারা মিলে
মন্তাজ গড়ে।
আমি নির্জন দুপুর জুড়ে
শুধু বাধা ঠেলে যাই
সূর্যকে পাব বলে।
(পরবাস-৬৭, জুন ২০১৭)