বুদ্ধ, বছর চোদ্দ তো হোল, এবার উঠে পড়
ছেলে রাহুলকে আনো ডেকে
এখন আর ঘর না বাঁধলেই নয়
অসীমের মায়ায় জানা হোল না নিজেকেই!
অবেলার আগেই ধরো হাত
বেঁধে ফেলতে হবে সামিয়ানার চারিধার
এত ব্যস্ততা, অসম্পূর্ণতা অথচ আজই
বুড়ো কীর্তনিয়া শোনাবেন গান
রাই-এর মান ভঞ্জন পালা
(পরবাস-৬৭, জুন ২০১৭)
অলংকরণঃ আন্তর্জাল থেকে