Parabaas Moviestore




Parabaas Musicstore




Subscribe to Magazines





পরবাসে
মলয় সরকারের

লেখা


ISSN 1563-8685




দুটি কবিতা

তোমার জন্য

তোমার জন্য আকাশ- বাতাস বন
           তোমার জন্য মাটি নদী সব,
তোমার জন্য আলো- আঁধারীর খেলা
           তোমার জন্য তারারই উৎসব ।

তোমার জন্য ঋতুচক্রের মেলা
           তোমার জন্য ভোরের শিশির কণা,
তোমার জন্য ফুলের বুকের মধু
           তোমার জন্য বকেরই আলপনা।

তোমার জন্য চষা মাটির সোঁদাল
           তোমার জন্য শাল মহুলের সুর,
তোমার জন্য গাছের ডালে ডালে
           দোয়েল কোয়েল সুরেতে ভরপুর।

তোমার জন্য ভর দুপুরের বেলা
           দূরে সরব একলা পাখীর ডাক,
তোমার জন্য ঘন শ্রাবণ ধারায়
           অঝোর জলে ভিজে আকুল কাক।

তোমার জন্য কোথায় আপন মনে
           থিরিথিরি কাঁপছে গোপন বুক,
তোমার মুখটি মনের মধ্যে নিয়ে
           আপন করে ভাবলে সকল সুখ।

চিঠি

আকাশ আমাকে চিঠি পাঠিয়েছে
                               অমাবস্যায় মুড়ে,
স্তব্ধ তারারা আজও চেয়ে আছে
                               উত্তর আশা করে।
শূন্য বাতাস এনেছে এ বুকে
                            নিঃশব্দের স্বর,
হৃদয় আমার মূক হয়ে আজো
                            পাঠায়নি উত্তর।



(পরবাস-৬৬, মার্চ ২০১৭)