অধ্যয়নে ছিল যাবতীয় ভুল---
তাড়িত সন্ন্যাস কখনও হয়ে ওঠেনি
পঞ্চবটী ধাম
কেবল নেচে গেছি, প্রাচীন ময়ূরের মতো,
পারলৌকিক বার্তায় আজ কেউ
ঈশ্বরের নাম ধরে ডাকতেই, বেজে ওঠে
অপ্রয়োজনীয় হুলুস্থূল
এই তো দ্যাখো, নামাবলী শব্দ ভুলে
প্রাচীন পৃষ্ঠায় লিখে ফেলি, দুরাত্মার নাম...
(পরবাস-৬৪, ৩০ সেপ্টেম্বর, ২০১৬)