বন্ধু
হাত ছাড়ব না ...
সমস্ত ঘৃণার শেষে
একটি হাত জেগে আছে জানি,
যার কাছে অমরত্ব থাকে ...
জানতেও চাইব না
আমার বিষয়ে
কী বলেছিলে কাকে!
শত্রু
আমার জ্ঞানের ঠিক
ওপাশে তোমার বাড়ি!
উদ্ভিদ রঙের বাড়ি ...
দূর থেকে হিংসাই হয়
একবার দেখা করতে পারি?
ঋতু
হাঁসেরা নামবে ... জল খুশি ...
কী বলো তো আর?
শীতকাল ... শুধু একটা শীতকাল দরকার!
(পরবাস-৬৪, ৩০ সেপ্টেম্বর, ২০১৬)