ISSN 1563-8685




অলখ রঙের বন্ধনে

অলখ রঙের বন্ধনে
দিন কেটে যায় বই রেখে
বসন্তে যে বৈরাগী হয়
সেই দুপুরের পথ দেখে।

অলখ রেখার পথ ধরে
মায়ের যাওয়ার বৎসরে--
বাতাস এসে খুঁজছে পাড়া
মরছে আমার নাম করে।



(পরবাস-৫৭, জুলাই ২০১৪)