১. প্রতীক্ষিত বন্ধুত্ব
রাস্তার দুই ধার
মাঝখানে বিনিদ্র কঠিন পাথর
দুটো অবিচল মানুষ মুখোমুখি
প্রতিবল দৃষ্টি
নিদূঢ় মন
এগিয়ে যেতে বিপুল ভয়
বিচক্ষণ সন্দেহ
রেখেছে সেয়ানা দূরত্ব।
শুধু মাঝে মাঝে বিদ্রোহী ছায়াদ্বয়
চায় প্রতীক্ষিত বন্ধুত্ব৷
২. পিঙ্গল পাদপ
আমি সাহজিক পথিক
আশ্রয় খুঁজি পিঙ্গল পাদপে
সিঞ্চিত হৃদয় টের পায় কার যেন
তীরন্দাজ দৃষ্টি
দু'মুঠো বারুদ নিয়ে আমি অপেক্ষা করি
যুদ্ধ আসন্ন।
সমালোচকেরা খোঁজে রহস্যের সমাধান
যদিও আমি ভাবিত প্রতিভায়
আশ্রয় খুঁজি সেই পিঙ্গল পাদপে।
৩. ২৫শে জানুয়ারি
ক্ষণে ক্ষণে লোডশেডিং
হাতপাখা হাতে রোমান্টিক প্রেম
গ্রীষ্মের আঘাতে ক্লান্ত আজ
ঘামে ভেজা হাতঘড়িটা একান্ত
সঙ্গী আমার,
স্মৃতিকে ধাক্কা দিয়ে বারে বারে
ফিরে আসে ২৫শে জানুয়ারি।
(পরবাস-৫৫, অক্টোবর, ২০১৩)